শুধু মন্ত্রিত্ব-বিধায়ক পদই নয় শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেস দলটাই ত্যাগ করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়

Main রাজ্য
শেয়ার করুন

Published on: জানু ২৯, ২০২১ @ ১৯:২৭

এসপিটি নিউজ:  একে একে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাঁর সব সম্পর্কই ত্যাগ করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। প্রথমে মন্ত্রিত্ব, আজ বিধায়ক পদের কিছু সময় পর অবশেষে তৃণমূল কংগ্রেস দলটাই ছেড়ে দিলেন একদা তৃণমূল নেত্রীর প্রিয় এই মানুষটি। দলের কাছে পাঠানো ইস্তফাপত্রে রাজীব লিখেছেন,’সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে পদত্যাগ করলাম। দল সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞ।’

শুক্রবার রাজীব বন্দ্যোপাধ্যায় নিজের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। হাওড়ার ডোমজুর বিধানসভা কেন্দ্র থেকে তিনি দু’বার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে বিধানসভায় দাঁড়িয়ে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন। বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার আগে এদিন রাজীব নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করেন।

সেখানে তিনি লেখেন- “আন্তরিক কৃতজ্ঞতার সাথে আমি পশ্চিমবঙ্গ আইনসভার সদস্য হিসাবে পদত্যাগ করছি।পশ্চিমবঙ্গের জনগণের জন্য সেবা করা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, আমার মেয়াদে প্রায় 10 বছরের সময়কালে আমি যা অর্জন করেছি তাতে আমি সন্তুষ্ট। আপনারা আমার প্রতি যে আস্থা রেখেছেন তা আমি গভীরভাবে উপলব্ধি করি। আমিও বিশ্বাস করি বলে ডোমজুর নির্বাচনী এলাকার লোকজনকেও ধন্যবাদ জানাই এবং আমি আপনাদের সবার পাশে থাকার এবং ভবিষ্যতে আপনাদের ও বাংলার উন্নতির জন্য কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি।সবাইকে এবং আমার বিধানসভার প্রিয় সদস্যদের ভবিষ্যতের জন্য মঙ্গল কামনা করছি।”

বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে রাজীব বন্দ্যোপাধ্যায় দলনেত্রীকে তাঁর ইস্তফাপত্র পাঠিয়ে দেন। তার একটি কপি তিনি দিয়েছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকেও। ইস্তফাপত্রে রাজীব লিখেছেন,’সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে পদত্যাগ করলাম। দল সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞ।’

যদিও রাজীবের দলত্যাগ নিয়ে তৃণমূলের পক্ষ থেকে কটাক্ষ করতেও ছাড়েননি বেশ কয়েকজন নেতা।

Published on: জানু ২৯, ২০২১ @ ১৯:২৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

42 − 38 =