Published on: মে ২৪, ২০১৮ @ ২১:০৭
এসপিটি নিউজ ডেস্কঃ এমনিতেই জঙ্গিরা পাকিস্তান থেকে এপারে নানা ভাবে ঢুকে পড়ে নাশকাতা চালিয়ে যাচ্ছে। কোনওভাবেই তা আটকাতে পারছে না ভারতীয় গোয়েন্দা বাহিনী। অনেক সময় খোঁজ পেলেও অল্পের জন্য হাতছাড়া হয়ে যাচ্ছে। কোনওসময় জঙ্গিরা গোয়েন্দাদের জালে ধরাও পড়ে যাচ্ছে। কিন্তু সেই দিন বোধহয় আর থাকবে না। কারণ, ভারতীয় গোয়েন্দাদের কাছে আরও এক বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে লস্কর-ই-তৈবা। তারা এমন এক মোবাইল তৈরি করেছে যা দিয়ে এবার গোয়েন্দাদের নাকে দড়ি লাগিয়ে ঘোরাবে। এই মোবাইলে জঙ্গিরা নিজেদের মধ্যে যোগাযোগ রেখে যাবে। কিন্তু শত চেষ্টা করেও গোয়েন্দারা এই মোবাইলের সূত্র ধরে তাদের ট্রেস করতে পারবে না। ফলে উদ্বেগ বাড়িয়েছে তাদের।
লস্কর-ই-তৈবা (এলইটি) ছাত্র সংগঠন আল-মুহম্মদিয়া স্টুডেন্টস (এএমএস) এমন একটি মোবাইল তৈরি করেছে যার মাধ্যমে কেবলমাত্র এলইটি সদস্য একে অপরের সাথে যোগাযোগ করতে রক্ষা করতে পারবে। এই মোবাইলের বিশেষ দিক হল, মোবাইলে এক বিশেষ ধরনের চিপ লাগানোর সঙ্গে সঙ্গে মোবাইলটি স্বয়ংক্রিয়ভাবে যে কোন অপারেটর টাওয়ার সাথে সংযোগ স্থাপন করে নেবে। গোয়েন্দা সংস্থা কোনওভাবেই তাদের খুঁজে পাবে না। কল আহ্বান করতে সক্ষম হবে না। আর তদন্তকারী সংস্থা যত তাড়াতাড়ি ডিভাইস ক্যাপচার বা ট্রেস করার চেষ্টা করবে, কলটি স্বয়ংক্রিয়ভাবে তত তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে।
তদন্তকারী সংস্থাকে হয়রান করার এমন অভিনব উপায় মুলতান লাগোয়া এলাকার ২০ বছর বয়সী জঙ্গি জৈবুল্লাহ ওরফে হামজা এসব করেছে। তাকে ৭ এপ্রিল কুপওয়ারায় জুগদিয়ালের একটি ঘর থেকে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) তাকে গ্রেফতার করে নিয়ে যায়। পাকিস্তানি আয়কর আধিকারিকের ছেলে জৈবুল্লাহের দাবি, ২০১৩ সালে বিশ্ব সন্ত্রাসী সংগঠনটি ভারত-বিরোধী অভিযানের জন্য তাকে প্রশিক্ষণ দিয়েছে এবং পাকিস্তানের বিভিন্ন অঞ্চলের ৪৫০জনকে নিয়োগ করে।
বিভিন্ন ক্যাম্পে নিয়োগপ্রাপ্ত ছেলেদের ভারী অস্ত্র প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। এই ছেলেদের বয়স ১৫ থেকে ২৫ বছরের মধ্যে এবং তাদের সকলকে বোরহান বানী শুনিয়ে ভারতের বিরুদ্ধে উসকে নিয়োগ করছে। জৈবুল্লাহ চলতি বছরের ২/৩ মার্চ মার্চ পাঁচ জন লোকের সঙ্গে ভারতে প্রবেশ করে। ২0 মার্চ ভারতীয় সেনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সবাই মারা যায়। সংঘর্ষের সময় এক বুলেট জৈবুল্লাহের হাতে লাগে। সেইসময় সে পালাতে সক্ষম হলেও ১৫দিন বাদে তাকে ধরা হয়।
Published on: মে ২৪, ২০১৮ @ ২১:০৭