রায়না থেকে শচীন, শেহবাগরাও উচ্ছ্বসিত, ট্যুইটে জানালেন সে কথা

খেলা দেশ
শেয়ার করুন

Published on: ফেব্রু ১৭, ২০১৮ @ ১৪:৩৭

এসপিটি স্পোর্টস ডেস্কঃ গতকাল ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যের এক দিনের ক্রিকেট সিরিজের ষষ্ঠ অর্থাৎ শেষ ম্যাচে ভারতের জয় সকলেই দেখেছে। সেই বিষয়ে যে খবর হওয়ার তা তো সকলেই দেখেছে বা পড়েছে। কিন্তু সেই জয়ের আনন্দকে ভারতের বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররা কিভাবে উপভোগ করলেন তা তার নিজেদের ট্যুইটে প্রকাশ করেছেন।

নিজের ট্যুইটে সিরিজ জয়ের ঐতিহাসিক কাপ হাতে নিয়ে ড্রেসিং রুমে সহকর্মীদের সঙ্গে তোলা এক ছবি পোস্ট করেছেন ভারতীয় অধিনায়ক।ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, গোটা ইউনিটের জন্য আজ আমি গর্বিত। কি অসাধারণ জয়!

দলের টি-টোয়েন্টিতে সদ্য অন্তর্ভুক্ত হওয়া আর এক ক্রিকেটার সুরেশ রায়নাও ভারতের সিরিজ জয়ের আনন্দে মশগুল। বিরাটের সেঞ্চুরির পর তাঁর ট্যুইট-সাম্প্রতিক অতীতে আমার চোখে দেখা সেরা ইনিংস।আমার শুভেচ্ছা বিরাট কোহলি। অভূতপূর্ব খেলে টিম ইন্ডিয়া প্রথমবার দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজ জিতল।এগিয়ে চলো।

ভারতীয় দলের এমন ঐতিহাসিক জয়ের মুহূর্তে শচীন তেন্ডুলকর তাঁর ভাব প্রকাশ করবেন না তা কি কখনও হয়েছে। এদিনও তার ব্যতিক্রম হয়নি। তাই তাঁর ট্যুইট-৩৫তম এক দিবসীয় সেঞ্চুরির জন্য বিরাট কোহলির এটা এক অউল্লেখযোগ্য ইনিংস। দক্ষিণ আফ্রিকায় তাদের প্রথম এক দিনের সিরিজ জেতার জন্য টিম ইন্ডিয়াকে শুভেচ্ছে।এটা এক মহান সাফল্য।

পিছিয়ে ছিলেন না দেশের আর এক মহান ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগও।পরম্পরা, প্রতিষ্ঠা, অনুশাসন। অসাধারন পরিশ্রমের ফল ৫-১ সিরিজ জয় এনে দিল ভারতকে, শুভেচ্ছে ভারতীয় দলকে। স্পিনারদের ভূমিকাও উল্লেখযোগ্য। সর্বোপরি সামনে থেকে দলকে সুন্দরভাবে কোহলির নেতৃত্ব দেওয়ায় একটা উল্লেখযোগ্য দিক।ট্যুইট করে জানান শেহবাগ।

Published on: ফেব্রু ১৭, ২০১৮ @ ১৪:৩৭

 

 

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 2 =