Published on: জানু ২৯, ২০২১ @ ১৬:৩৮
এসপিটি নিউজঃ করোনা কালে এবার প্রাইমারি টেট পরীক্ষার দিন ঘোষণা করল রাজ্য সরকার। আগামী রবিবার ৩১ জানুয়ারি রাজ্যজুড়ে প্রাইমারি টেট পরীক্ষা হতে চলেছে। প্রাথমিক শিক্ষা সংসদ এই খবর জানিয়েছে। রাজ্য সরকার এই পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের বিষয়ে যথাযথ ব্যবস্থা করেছে।
প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গেছে, রাজ্যে এক হাজার পরীক্ষা কেন্দ্রে এই প্রাইমারি টেট পরীক্ষা নেওয়া হবে। সেখানে প্রায় আড়াই লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় বসতে চলেছেন। প্রাথমিক শিক্ষা সংসদ এক বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে তারা পরীক্ষার্থীদের কিছু নির্দেশাবলী জানিয়েছে।
কি বলা হয়েছে সেই নির্দেশাবলীতে
- প্রত্যেক পরীক্ষার্থীকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে তার প্রিন্ট কপি বের করে নিজের কাছে রাখতে হবে। সেটা নিয়ে পরীক্ষার হলে ঢুকতে হবে।
- পরীক্ষার্থী পরীক্ষার হলে ঢোকার সময়ে ব্যাগ সঙ্গে রাখতে পারবেন না।
- প্রত্যেক পরীক্ষার্থীকে দুপুর বারোটার মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। অবশ্যই পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে তাকে সেখানে পৌঁছতে হবে।
- নির্দেশাবলীতে কোভিড-বিধি মেনে চলার নিয়ামাবলীও দিয়ে দেওয়া হয়েছে।
Published on: জানু ২৯, ২০২১ @ ১৬:৩৮