
হাওড়া, ২৯ নভেম্বরঃ আগুন লাগল মিটার ঘরে। আর সেই আগুন ছড়িয়ে পড়ল জুতোর কারখানায়। মৃত্যু হল তিনজনের। মঙ্গনবার রাতে ডোমজুড়ের অঙ্কুরহাটিতে ঘটনাটি ঘটেছে।পুলিশ জানিয়েছে, জুতোর কারখানার সিড়ির তলায় মিটার বক্সে আগুন লাগে। কারখানায় দাহ্য পদার্থ মজুত থাকায় কয়েক মিনিটের মধ্যে গোটা কারখানা আগুনের গ্রাসে চলে যায়। দাউ দাউ করে পুড়তে থাকে গোটা কারখানা।গোটা কারখানায় রাতে কেউ না থাকলেও এদিন সেখানে ছিলেন তিনজন। আগুন লাগার পরে কারখানার তিনতলায় থাকা উত্তরপ্রদেশ থেকে আসা ৩ জন ঘুমন্ত অবস্থায় ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা যায়। যাদের মধ্যে এক শিশু ছিল। মৃত্রা হলেন অভিষেক যাদব(৮), পাপ্পু যাদব(২২) ও ওমপ্রকাশ যাদব(২৪)।এরা তিনজনই উত্তরপ্রদেশ থেকে এসেছিল কলকাতায় চিকিৎসা করাতে। তারা সকলেই কারখানার এক শ্রমিকের আত্মীয়। সেই সূত্র ধরেই এখানে রাতটুকু থেকে আজই চিকিৎসা কড়তে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল। অন্যদিকে আগুন লাগার পরে সিড়ি দিয়ে নামার সময়ে এক শ্রমিক অগ্নিদগ্ধ হয় এবং অন্য এক শ্রমিক প্রানে বাচতে দোতলা থেকে ঝাঁপ দিলে সেও আহত হয়। আহত দুজনকেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে কারখানায় আগুন লাগার পরে দমকলের ৫ টি ইঞ্জিন ৪ ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। কি কারণে আগুন লাগল এবং কারখানার অগ্নি নিবাপক ব্যাবস্থা কি ছিল তা দমকল খতিয়ে দেখছে।https://wp.me/p9qeYB-88