
Published on: নভে ১০, ২০২০ @ ২১:৪৬
এসপিটি নিউজ: ইতিমধ্যেই নির্বাচন কমিশন সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছেন যে সম্পূর্ণ ফলাফল প্রকাশ হতে রাত হয়ে যাবে। তবে কোন দল কটি আসনে এগিয়ে আছে তা অবশ্য কমিশনের ওয়েবসাইটে প্রতি মুহূর্তে প্রকাশ করছে তারা। এরই মধ্যে এক মারাত্মক অভিযোগ তুলছে তেজস্বী যাদবের দল আরজেডি। নিজেদের ট্যুইটার হ্যান্ডেলে তারা একটি তালিকা প্রকাশ করে বলছে-“এটা সেই ১১৯ জনের তালিকা যারা মহাজোটের প্রার্থী হিসেবে গণনা শেষ হওয়ার পর জিতেছেন। রিটার্নিং অফিসার তাদের জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। কিন্তু এখন তাদের সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। বলা হচ্ছে, আপনারা হেরে গেছেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পর্যন্ত তাদের জয়ী দেখাচ্ছে। গণতন্ত্রে এ ধরনের লুঠ চলতে পারে না।”
ये उन 119 सीटों की सूची है जहाँ गिनती संपूर्ण होने के बाद महागठबंधन के उम्मीदवार जीत चुके है। रिटर्निंग ऑफ़िसर ने उन्हें जीत की बधाई दी लेकिन अब सर्टिफ़िकेट नहीं दे रहे है कह रहे है कि आप हार गए है। ECI की वेबसाइट पर भी इन्हें जीता हुआ दिखाया गया। जनतंत्र में ऐसी लूट नहीं चलेगी। pic.twitter.com/puUvIagyDz
— Rashtriya Janata Dal (@RJDforIndia) November 10, 2020
তবে চুপ করে বসে নেই আরজেডি নেতারা। তারা পৌঁছে গেছেন নির্বাচন কমিশনের অফিসে। মুখ্যমন্ত্রী নীতিশ কুমার কাজে প্রটাব খাটাচ্ছেন বলে অভিযোগ করেছেন আরজেডি নেতারা।
Patna: RJD and Congress delegation arrive at the Election Commission office to raise the issue of Chief Minister Nitish Kumar allegedly influencing counting of votes. pic.twitter.com/t8wt56YrvO
— ANI (@ANI) November 10, 2020
ইতিমধ্যে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনে মন্ত্রী থেকে শুরু করে শাসক দলের নেতা থেকে বিজেপি-র রাজ্য সভাপতি পর্যন্ত হাজির হয়েছেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যে ফলাফল দেখাচ্ছে সেখানে কিন্তু সবচেয়ে বেশি আসনে এগিয়ে থাকা দল হিসেবে আরজেডি-কেই দেখাচ্ছে। তবে মহাজোট আর এএনডিএ-র মধ্যে এগিয়ে আছে এনডিএ।
পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে এখন পর্যন্ত মট ২৪৩টি আসনের মধ্যে মাত্র ১১৫টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। তার মধ্যে বিজেপি ৩৫টি, জেডিইউ ২৩টি, আরজেডি ৩২টি, কংগ্রেস সাতটি, জাতীয় কংগ্রেস ৮টি, বামেরা আটটি, এআইএমআইএম ২টি, এইচএএম ২টি, ভিআইপি ২টি, বিএসপি একটি, নির্দল একটি আসনে জয়লাভ করেছে।
Published on: নভে ১০, ২০২০ @ ২১:৪৬