বিশ্বকে ভারতের কাছ থেকে শিখতে হবে, বলেন তিব্বতী ধর্মগুরু দলাইলামা

দেশ
শেয়ার করুন

Published on: এপ্রি ২৪, ২০১৮ @ ১৮:০৪

এসপিটি নিউজ, ধর্মশালা, ২৪ এপ্রিলঃ ভারতের কাছ থেকে সারা বিশ্বকে অহিংসা, ক্রুণা এবং ধর্মনিরপেক্ষতা নৈতিকতা শেখার প্রয়োজন আছে। বিশ্বের যেখানেই হিংসা ছড়াবে আমার বিশ্বাস বিশ্বে ভারতীয় পরম্পরা আর জ্ঞানের আবশ্যকতা দেখা দেবে। তিব্বতী ধর্মগুরু দলাইলামা বিশ্ব শান্তি আর সদ্ভাব বাড়ানোর সংস্কৃতি ও নৈতিকতা নিয়ে এক আলোচনার আসরে একথা বলেন।

ধর্মগুরু বলেন, ৬০ লক্ষ তিব্বতীদের আধ্যাত্মিক ঘর এই ভারত।পিছন ফিরে তাকালে দেখা যাবে, যখন আমি নির্বাসন নিয়ে ভারতে চলে আসি, আসলে আমি ভারতে আধ্যাত্মিক ঘরে চলে আসি।তিনি দুই দেশের মধ্যে ১০০০ বছরের সভ্যতার সম্পর্কের উপর জোর দিয়েছেন।নালন্দার ছাত্র হিসেবে দলাইলামা নিজেকে বর্ণনা করার সময় প্রাচীন ভারতীয় মুনি-ঋষিদের কথা স্মরণ করেন।যিনি তিব্বতে নালন্দার পরম্পরার শুরু করেন।

তিনি বলেন, আট শতাব্দীতে শান্তিকৃষ্ণ বিদ্বান ও তাত্ত্বিক ছিলেন। তৎকালীন তিব্বতী সম্রাট তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি আমন্ত্রণ স্বীকার করেছিলেন। এরপর তিনি তাঁর সর্বশ্রেষ্ঠ ছাত্র কমলাশিলার সঙ্গে তিব্বতে নালন্দা পরম্পরা অনুসারে বুদ্ধ ধর্ম শুরু করেছিলেন। তিনি এও বলেছিলেন, আরব, চীন এবং অন্য দেশের সভ্যতার মাঝে ভারত এটা স্পষ্ট করে যে ভারতীয় সভ্যতা সব আধ্যাত্মিক চিকিৎসকদের মধ্যে মহান মানুষদের জন্ম দিয়েছিল।

দলাইলামা বলেন, তাঁর একটি প্রয়াস হল আধুনিক ভারতে সেই পরম্পরাকে পুনর্জ্জীবিত করা। তিনি আরও বলেন, একমাত্র ভারতেই আধুনিক শিক্ষা আর প্রাচীন ভারতীয় জ্ঞানের মধ্যে মেলবন্ধন করার ক্ষমতা আছে।আমি আপনাদের সমৃদ্ধ পরম্পরার বিষয়ে সেটাই স্মরন করিয়ে দিতে চাই।ছবিঃ গুগল ফাইল চিত্র

Published on: এপ্রি ২৪, ২০১৮ @ ১৮:০৪


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 6