বাংলা পাচ্ছে আন্তর্জাতিক ভ্রমণ পুরস্কার 2023, ট্যুইট-এ মুখ্যমন্ত্রী লিখলেন-এটা ঘোষণা করতে পেরে আমি গর্বিত

Main দেশ বিদেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: সেপ্টে ৫, ২০২২ @ ২৩:২১
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ৫ সেপ্টেম্বর: পশ্চিমবঙ্গবাসীদের জন্য সুখবর। সংস্কৃতির সেরা গন্তব্যের জন্য আন্তর্জাতিক ভ্রমণ পুরস্কার ২০২৩ পাচ্ছে বাংলা। ট্যুইট করে এই আনন্দের খবরটি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এক ট্যুইট বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন- “এটা ঘোষণা করতে পেরে আমি গর্বিত।প্যাসিফিক এরিয়া ট্র্যাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন, রাষ্ট্রসংঘের বিশ্ব পর্যটন সংস্থার একটি অনুমোদিত সংস্থা, সংস্কৃতির জন্য সেরা গন্তব্যের জন্য আন্তর্জাতিক ভ্রমণ পুরস্কার ২০২৩-এর সাথে পশ্চিমবঙ্গ-কে ভূষিত করবে।”

পুরস্কার নিয়ে মুখ্যমন্ত্রী ঠিক কি লিখেছেন

মুখ্যমন্ত্রী আরও লিখেছেন-“ বৈশ্বিক সাংস্কৃতিক মানচিত্রে বাংলা তার ছাপ ফেলেছে। ৯ মার্চ, ২০২৩ তারিখে বার্লিনে, ভারত সহ বিভিন্ন দেশের মন্ত্রী এবং সচিবদের উপস্থিতিতে বিশ্ব পর্যটন এবং বিমানচালনা নেতাদের সম্মেলনে এই পুরস্কার প্রদান করা হবে।আমি এই গুরুত্বপূর্ণ ঘটনা উপলক্ষ্যে বাংলার সকল বাসিন্দাকে অভিনন্দন জানাই।”

ইতিপূর্বে পর্যটনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বাংলায়। বাংলা এমনই একটা রাজ্য যেখানে একই সঙ্গে পাহাড়-জঙ্গল-সমুদ্র সবই আছে। একদিকে যেমন শৈলারানী দার্জিলিং আছে যেখানে গেলে কাঞ্চঞ্জঙ্ঘা পর্বতশৃঙ্গ দেখা যায়, ঠিক তেমনই আছে জঙ্গলে ঘেরা ডুয়ার্স, বক্সা টাইগার রিজার্ভ। আছে দীঘা কিংবা বকখালি কিংবা মন্দারমণি অথবা শঙ্করপুরের মতো সমুদ্র সৈকত। এছাড়াও আছে অসংখ্য তীর্থযস্থান।

তবে এসব কিছুর বাইরেও আছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, ইতিমধ্যেই যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের সম্মান পেয়েছে। সংস্কৃতির পীঠস্থান বাংলা যে ক্রমেই বিশ্বসভায় শ্রেষ্ঠ আসন নিতে চলেছে এইসব সম্মান তারই অঙ্গ বলে মনে করা হচ্ছে।

প্যাসিফিক এরিয়া ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন

প্যাসিফিক এরিয়া ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন (PATWA) ভ্রমণ লেখকদের একটি পেশাদার সংগঠন যা 1998 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। PATWA এর প্রতিষ্ঠাতা দর্শন হল বিশ্বব্যাপী ভ্রমণ, পর্যটন, আতিথেয়তা এবং বিমান চলাচলের টেকসই উন্নয়ন, বৃদ্ধি এবং উন্নয়নকে সমর্থন করা।

PATWA টেকসই বৃদ্ধি এবং ভ্রমণ ও পর্যটনের মান উন্নত করতে সরকারী ও বেসরকারী উভয় ক্ষেত্রের সাথে কাজ করে। PATWA রাষ্ট্রসংঘের শিক্ষাগত, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা (UNESCO), রাষ্ট্রসংঘ (UN) এবং বিশ্ব পর্যটন সংস্থা (UNWTO) এর মৌলিক নীতিগুলি মেনে চলে। PATWA হল রাষ্ট্রসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (UNWTO) একটি অনুমোদিত সদস্য।

Published on: সেপ্টে ৫, ২০২২ @ ২৩:২১


শেয়ার করুন