
Published on: মে ৫, ২০১৮ @ ১৭:০১
এসপিটি নিউজ ডেস্কঃ পোশাক নিয়ে তিনি বরাবরই খুব স্বাধীনচেতা। ২০০৩ ও ২০০৪ সালে ‘খোয়াইশ’, ‘মার্ডার’ ফিল্মে মল্লিকার সাহসী অভিনয় সেইসময় আলোড়ন ফেলে দিয়েছিল গোটা দেশে। একটা অংশ এটা মেনে না নিলেও বড় অংশ মল্লিকার অভিনয়কে যতটা না পছন্দ করেছিল তার চেয়ে বেশি পছন্দ করেছিল উত্তেজক পোশাকে তাঁকে দেখতে। বহুদিন পর শনিবার সেই লাস্যময়ী অভিনেত্রী মল্লিকাকে দেখা গেল ট্যুইটারে। এদিনও তিনি এক উত্তেজক পোশাকে নিজের ছবি পোস্ট করে লিখেছেন ‘হ্যাপি উইকেন্ড ট্যুইটহার্ট’।
বহুদিন বাদে মল্লিকাকে তাঁর চিরাচরিত উত্তেজক পোশাকে দেখে ফ্যানেরা নিজেদের মতো করে অভিব্যক্তি প্রকাশ করেছেন। কেউ লিখেছেন-আজও তোমাকে যৌবনে ভরপুর দেখাচ্ছে। কেউ লিখেছেন- অসাধারণ সুন্দরী। কেউ আবার কমেন্ট করেছেন-‘সুপার হট বেবি’। কেউ আবার লিখেছেন-অসামান্য সুন্দরী তুমি। তোমার এই ছবিকে লক্ষ লক্ষ লাইক দিচ্ছি। আবার কেউ লিখেছেন-‘লাইক কিস মি’। কেউ লিখেছেন-আমার হৃদয় তোমার জন্য ব্যাকুল। শুভদিন ম্যাম। কেউ আনবার লিখেছেন-আপনার অপূর্ব চুল আর অপূর্ব ঠোঁট। আবার একজন লিখেছে-‘বুবস দেখে ক্যায়সে উইকেন্ড হ্যাপি হোতা হ্যায়’? এদের মধ্যে একজন মহিলা একটু অন্যরকম লিখেছেন। তিনি লেখেন-‘বহুত দিন বাদ কুছ দিখ রাহা হ্যায়। তুমহারি জ্যায়সি লড়কিয়া কে ওয়াজা সে বাকি লড়কিয়া কে বদনাম হোতা হ্যায়।
তিনি যখন অভিনয় জগতে দাপিয়ে বেড়াচ্ছেন তখন তাঁর ‘সেক্সি’ ইমেজ নিয়ে গণমাধ্যমগুলিতে শোরগোল পড়ে গেছিল।যৌনতার প্রতীক হিসেবেই তাঁকে দেখা হতো। তাঁর পোশাক-আশাক বরাবরই খোলামেলা ছিল।বহু দিন বাদে ট্যুইটারে মল্লিকাকে আবারও দেখা যায় তাঁর সেই চিরাচরিত পোশাকে। যেখানে দেখা যাচ্ছে যে পা থেকে বুকের অর্ধেকটা পোশাকে ঢাকা আছে। বাকিটা খোলা। বাঁ হাতে পড়া আছে একটি ব্রেসলেট। খোলা চুলে তাঁর এই ছবি ফ্যানদের মনে তোলপাড় করে দিয়েছে। এখানেই সার্থক হয়েছে মল্লিকার ছবি পোস্ট করা বলে মনে করছে অনেকেই।
ছবি-ট্যুইটার
Published on: মে ৫, ২০১৮ @ ১৭:০১