
Published on: সেপ্টে ১৮, ২০২০ @ ২০:১৯
এসপিটি নিউজ ডেস্ক: খুশির খবর শোনালেন শিয়ালদহ শাখার ডিআরএম।পূর্ব রেলের শিয়ালদহ শাখায় যাত্রী্দের জন্য এল নতুন 6টি ট্রেন। এরকম আরও আটটি ট্রেন খুব শীঘ্রই এসে পৌঁছবে শিয়ালদহে।
ট্রেনগুলি অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি হয়েছে। 12 বগির এই এই ট্রেনগুলি যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে। শিয়ালদহের ডিআরএম শৈলেন্দ্র প্রতাপ সিং-কে উদ্ধৃত করে এই খবর দিয়েছে ডিডি বাংলা নিউজ।ট্রেন চলাচল পুরোদমে চলা শুরু করলে যাত্রীরা এই নতুন ট্রেনে চাপার সুযোগ পাবে বলে মনে করা হচ্ছে।
পূর্ব রেলের শিয়ালদহ শাখায় সম্পূর্ণ নতুন ৬-টি লোকাল ট্রেন এসে পৌঁছেছে। ১২ বগির এই ট্রেনগুলির পাশাপাশি আরও ৮-টি ট্রেন খুব তাড়াতাড়ি আসবে, জানালেন শিয়ালদহ ডিভিশনের ডিআরএম শৈলেন্দ্র প্রতাপ সিং।#EasternRailway #SealdahDivision #NewLocalTrain pic.twitter.com/Y7gYgJdD6i
— DD Bangla News (@DDBanglaNews) September 18, 2020
Published on: সেপ্টে ১৮, ২০২০ @ ২০:১৯