Published on: মার্চ ৪, ২০১৯ @ ২১:২২
এসপিটি নিউজ ডেস্কঃ সোমবার SUKHOI-30 যুদ্ধবিমান পাকিস্তানি ড্রোন -কে ক্ষেপনাস্ত্র ছুঁড়ে ধ্বংস করে দেওয়া হল। এটি রাজস্তানের বিকানীর-নাল সেক্টরে দেখা যায়। এটি আকাশ থেকে আকাশে মিশাইল হিসেবে ব্যবহার করা যায়।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, সোমনার রাজস্থানের বিকানীর সেক্টরের মরুভূমি এলাকায় আকশে একট ড্রোন লক্ষ্য করে ভারতীয় বায়ুসেনার কন্ট্রোল অফিসের কর্মীরা। তারা বুঝতে পারে একটি ড্রোন ভারতের আকাশে ঘারাঘুরু শুরু করেছে। এরপর তারা বুঝতে পারে এটি একটি পাকিস্তানি ড্রোন। যা আকাশ থেকে আকাশে মিশাইল হিসেবে ব্যবহার করা সম্ভব। সঙ্গে সঙ্গে তারা ভারতীয় বায়ুসেনার কর্তাদের জানায়।
রাজস্থানের গ্রাউন্ড র্যাডারে সব চেয়ে প্রথমে এই ড্রোনটির অবস্থান ধরা পড়ে। এই নিয়ে পাকিস্তানের দ্বিতীয় ড্রোন ধ্বংস করে দিল ভারতীয় বায়ুসেনা। এর আগে ২৬শে ফেব্রুয়ারি ইন্ডিয়ান এয়ার ফোর্সের এয়ার স্ট্রাইকে বালাকোটে জৈশ-ই-মহম্মদের জঙ্গি ঘাঁটি ধ্বংস করে ভারত।
এর আগে প্রথম ড্রোন ধ্নগস করা হয়েছিল গুজরাটের কুচ জেলায় ২৬শে ফেব্রুয়ারি সকালে এয়ার স্ট্রাইক থেকে ফিরে আসার পর।
এই ড্রোনটিকে স্পাইডার এয়ার ডিফেন্স সিস্টেম-এর ডার্বি মিশাইল দিয়ে ধ্বংস করা হয়। ছবি- প্রতিকী
Published on: মার্চ ৪, ২০১৯ @ ২১:২২