
Published on: এপ্রি ৪, ২০১৮ @ ২৩:৫৯
এসপিটি নিউজ, ঢাকা, ৪ এপ্রিলঃ ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগে এর আগে একাধিক সাংস্কৃতিক কর্মসূচি সম্পন্ন হয়েছে। আগামিদিনে এমন আরো অনেক কর্মসূচি সেই তালিকায় থাকবে। তবে সেইসবের মধ্যে বিশেষ মর্যাদা পাবে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর নানান কর্মসূচি। বঙ্গবন্ধুকে নিয়ে তেমনই এক বিশেষ তথ্যচিত্র ভারতের পশ্চিমবঙ্গের এক সংস্থা।বুধবার বাংলাদেশের সচিবালয়ে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ‘মুক্তির দীপশিখা বঙ্গবন্ধু’ শীর্ষক তথ্যচিত্রটি উদ্বোধন করেন।সেসময় সেখানে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী মুজিবুল হক।
তথ্যচিত্রটি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বারাকপুরের বেঙ্গল স্বামী বিবেকানন্দ অ্যান্ড রাজয়ব ইয়ুথ সেন্টার। বুধবার বাংলাদেশে সচিবালয়ে এসে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের নিকট তথ্যচিত্রের সিডি হস্তান্তর করেন সংস্থার প্রধান উদ্যোক্তা ও পৃষ্ঠপোষক সম্রাট তপাদার।
এদিন বাংলাদেশের নৌপরিবহন মন্ত্রণালয় থেকে এই মর্মে এক বিবৃতি প্রকাশ করা হয়। যেখানে বলা হয় যে “দুই বাংলার মৈত্রি, ভারত-বাংলাদেশ সৌহার্দেরর লক্ষ্যে, সাম্পরদায়িক সমদপ্রীতি এবং মৌলবাদের বিরুদ্ধে সংগ্রামের লক্ষ্যে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের আদর্শকে বাঁচিয়ে রাখতে ‘মুক্তির দীপশিখা বঙ্গবন্ধু’ শীর্ষক তথ্যচিত্র প্রকাশ করা হয়েছে।’
বঙ্গবন্ধুর জন্মদিনে শবছরের ১৭ মার্চ কলকাতায় তথ্যচিত্রটি আনুষ্ঠানিকভাবে প্রদর্শন করা হয়। তথ্যচিত্রটিতে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সাক্ষাতকার আছে।জানানো হয়েছে, এ পর্যন্ত ১০ হাজার সিডি কলকাতা ও বাংলাদেশে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
Published on: এপ্রি ৪, ২০১৮ @ ২৩:৫৯