Published on: এপ্রি ২৩, ২০১৮ @ ২২:৫৮
এসপিটি নিউজ ডেস্কঃ ভারত ও চীন উভয় দেশই নাথুলা পাস দিয়ে কৈলাস মানস সরোবর যাত্রা ফের শুরু করার বিষয়ে সম্মতি জানিয়েছে।১০ মাস আগে সিকিমে ডোকলাম সীমান্তে উদ্ভূত সমস্যার কারণে কৈলাস মানস সরোবর যাত্রা স্থগিত রাখা হয়েছিল। বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ রবিবার চীনা বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে এই বিষয়ে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সুষমা ওয়াং-এর সঙ্গে এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, আমরা খুশি যে ফের নাথুলা পাস দিয়ে কৈলাস মানস সরোবর যাত্রা শুরু হতে চলেছে।আমার দৃঢ় বিশ্বাস এই বছর চীনা কতৃপক্ষ ভারতীয় তীর্থযাত্রীদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করবে।
প্রসঙ্গত, গত বছর ডোকলামে ভারতের সঙ্গে সৈন্য মোতায়েন নিয়ে বিবাদকে কেন্দ্র করে চীন মানস সরোবর যাত্রা বন্ধ করে দিয়েছিল। ভারতীয় সেনা দুবার চীনা সেনাদের ভূটান সীমান্তে রাস্তা বানানোর কাজে বাধা দিয়েছিল। এর ফল স্বরূপ চীনা সরকার গত বছর ১৬ জুন থেকে দুই দেশের মধ্যে এক অস্থির সম্পর্ক তৈরি হয়েছিল। ২৮ আগস্ট এই পরিস্থিতি সমাপ্ত হয়।
বিদেশ মন্ত্রণালয় প্রতি বছর দেশের দুই প্রান্ত উত্তরাখণ্ডের লিপুলেখ এবং সিকিমের নাথুলা পাস দিয়ে মানস সরোবর যাত্রা করিয়ে থাকে।
Published on: এপ্রি ২৩, ২০১৮ @ ২২:৫৮