নরেন্দ্র মোদী কোন মন্দিরে গিয়ে মাথা ঠেকান জানি না, আমি ১০ বছর বয়স থেকে দুর্গাপুজা করি- রাম-সীতা মন্দিরের শিলান্যাসে গিয়ে এভাবেই তোপ দাগলেন মন্ত্রী অরূপ বিশ্বাস

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বেবি সরকার

এসপিটি নিউজ,দুর্গাপুর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা বারেবারেই বলে আসছেন-ধর্ম নিয়ে রাজনীতি এখানে চলবে না। বাংলার মানুষ এসব পছন্দ করে না। মুখ্যমন্ত্রীর সেই কথাকেই মূলধন করে তৃণমূল কংগ্রেসের নেতারাও সেই বার্তাই পৌঁছে দিচ্ছেন মানুষের কাছে।কয়েকদিন আগে পশ্চিম মেদিনীপুরে এক জনসভায় বিজেপি-র হিন্দুত্বের তাস দিয়েই বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন শুভেন্দু অধিকারী। গতকাল রাতে অন্ডালের হরিপুরে রাম-সীতা মন্দিরের শিলান্যাস-এর পরে আবারও বিজেপির হিন্দুত্বের সুরেই নাম না করে বিজেপিকে দুষলেন মন্ত্রী অরূপ বিশ্বাস।”গর্ব সে বোলো হাম হিন্দু হ্যায়”- এই বলে রাজনীতি করা হচ্ছে, বলেন অরূপ।আরে, নিজের ধর্মকে পালন করা এবং অন্যের ধর্মকে সন্মান দেওয়ার নামই তো হিন্দু ধর্ম”-এভাবেই বিজেপিকে তুলোধনা করলেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যান মন্ত্রী অরূপ বিশ্বাস।

মন্দিরের শিলান্যাসের পরে উপস্থিত জনতার সামনে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিম বর্ধমান জেলার তৃণমুল কংগ্রেস এর পর্যবেক্ষক অরুপ বিশ্বাস বলেন,”গর্ব সে বোলো হাম হিন্দু বলে যারা রাজনীতি করছে তাদের বলি আমিও হিন্দু।নরেন্দ্র মোদী কোন মন্দিরে গিয়ে মাথা ঠেকান জানি না।আমি ১০ বছর বয়স থেকে দুর্গাপুজা করি।আর সেই দুর্গাপুজা দেখতে সারা দেশের মানুষ আসেন।”আনাদের দেশের মন্দির তৈরীতে যেমন সংখ্যালঘুরা অর্থ দেন তেমনি আবার মসজিদ নির্মানে হিন্দুরা শ্রম দেন এটাই আমাদের রাজ্যের কৃষ্টি, সংস্কৃতি বলেন মন্ত্রী।এই দেশে হিন্দুত্ববাদ কে সামনে রেখে কেউ কেউ রাজনীতি করছেন বলে অভিযোগ করেন মন্ত্রী।শেষমেশ মন্ত্রী কবিগুরুর কথা স্মরন করিয়ে বলেন””নানা জাতি নানা মত/নানা পরিধান।বিবিধের মাঝে দেখ মিলন মহান”।

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

28 + = 33