
Published on: মে ১৩, ২০১৮ @ ২৩:০৭
এসপিটি নিউজ ডেস্কঃ প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের এক বিস্ফোরক স্বীকারোক্তি ঘিরে পাকিস্তানে রীতিমতো গৃহবিবাদ শুরু হয়ে গেছে। মুম্বই হামলায় পাকিস্তানি জঙ্গিদের হাত ছিল-শরিফের এই বিস্ফোরক স্বীকারোক্তিতে বেশ অস্বস্তিতে পড়েছে পাকিস্তান। ঘরে-বাইরে তারা বেশ কোনঠাসা।সর্বপ্রথম মুখ খুলেছেন ইমরান খান। তিনি বলেছেন,”ভুল পথে পয়সা কামানো আর নিজের ছেলের কোম্পানির কারণে শরিফ নরেন্দ্র মোদীর ভাষা বলতে শুরু করেছে।” তিনি নওয়াজ শরিফকে ‘মর্ডান মিরজাফর’ পর্যন্ত বলেছেন।
সম্প্রতি পাকিস্তানের পত্রিকা ‘দ্য ডন’-এ এক সাক্ষাৎকারে সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, মুম্বই হামলায় পাকিস্তানি জঙ্গিরা জড়িত ছিল। তারাই এই হামলা করেছিল।এরপরই তহরীক-এ-ইনসাফ পার্টির প্রধান ইমরান নওয়াজের এই স্বীকারোক্তির উপর এক ট্যুইট করেন।
ইমরান সেই ট্যুইটে লেখেন-“নওয়াজ আজকের জমানায় মীরজাফর। যে নিজের ব্যক্তিগত স্বার্থে দেশকে ক্রীতদাস বানাতে ইংরেজদের সঙ্গে হাত মিলিয়েছে। তিনি আরও লিখেছেন-“নওয়াজ অন্যায় ভাবে কামানো ৩০০ আরব রুপিয়ে এবং বিদেশে নিজের ছেলের কোম্পানির স্বার্থের কথা ভেবে মোদীর ভাষা বলতে শুরু করেছেন।
Published on: মে ১৩, ২০১৮ @ ২৩:০৭