দু’দিনের রেকর্ড ভেঙে শীতের নয়া রেকর্ড কলকাতার, রাতে তাপমাত্রা আরও কমতে পারে

Main আবহাওয়া রাজ্য
শেয়ার করুন

Published on: জানু ৫, ২০১৮ @ ২১:২০

এসপিটি নিউজ ডেস্কঃ কলকাতার বাসিন্দাদের একটা কথা বলতে প্রায়ই শোনা যায়-কল্কাতায় তো ঠান্ডাই পড়ে না। গায়ে গরম জামা চাপাতে হয় না। যারা পড়ে তারা নাকি শীত পড়েছে বোঝাতেই নাকি গায়ে চড়ায়। না তাদের আর এবার সেই সুযোগ দিল না মরশুমের হাড় কাঁপানো ঠান্ডা।গত দু’দিন ধরে পারদ ক্রমশ নিম্নমুখী। আভাওয়া দফতর বলছে, আগামী আরও কয়েকটা দিন নাকি এমনটা থাকবে। তবে তা বেশি দিন নয়। তবে, যে কটা দিন কিংবা যে কটি ঘণ্টা থাকবে তাই বা কম কিসের। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.১ ডিগ্রি সেলসিয়াস, দমদমে নেমে যায় ৯.৯ ডিগ্রিতে।

২০১৩ সালে কলকাতার তাপমাত্রা অনেকটা নেমে গেছিল। যেটা আজ দমদমে ছিল। আবহাওয়া দফতর বলছে, আজ রাজ্যের প্রায় সব কটি জেলাতেই তাপমাত্রার পারদ অনেক নেমে গেছে। স্বাভাবিকের চেয়ে যা দুই থেকে তিন ডিগ্রি কম।পানাগড় ও শান্তিনিকেতনে পারদ নেমেছে ৭.৫ ডিগ্রি সেলসিয়াসে। এদিকে বহরম্পুর, কৃষ্ণনগরে তাপমাত্রার পারদ নেমেছে ৮-৯ ডিগ্রি সেলসিয়াসে।

সারা দেশেই আজ তাপমাত্রার পারদ অনেকটাই নিচে নেমেছে। এছাড়া উত্তর ভারতের সব কটি রাজ্যেই শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। আগামীকাল সকালে কুয়াশাচ্ছন্ন থাকবে।

ছবি-আব্দুর রহিম

Published on: জানু ৫, ২০১৮ @ ২১:২০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

43 − = 38