দীর্ঘ ৪১বছর পর ভারত অলিম্পিক হকির সেমিফাইনা্লে, কেমন হবে প্রতিপক্ষ

Main খেলা দেশ
শেয়ার করুন

Published on: আগ ১, ২০২১ @ ২১:৫১

এসপিটি নিউজ:    দীর্ঘ ৪১ বছরের অবসান কাটিয়ে ভারত অলিম্পিকের হকিতে সেমিফাইনালে পৌঁছল। আজ তারা রুদ্ধশ্বাস ম্যাচে গ্রেট ব্রিটেনকে ৩-১ গোলে পরাজিত করেছে। এর আগে ১৯৮০ সালে মস্কো অলিম্পিকে ভারত শেষবারের মতো সেমিফাইনালে উঠেছিল। সেবার অবশ্য সোনা জিতেছিল ভারতীয় হকি দল।প্রসঙ্গত,  গ্রীষ্মকালীন গেমসে এটি ভারতের শেষ হকি পদকও ছিল।

তবে আশা জাগালেও ভারত কিন্তু পদক জয় থেকে এখনও এক ধাপ দূরে আছে। যদি তারা সেমিফাইনালে বেলকিয়ামকে পরাজিত করতে পারে তবেই পদক নিশ্চিত হবে, না হলে ব্রোঞ্জ জয়ের ম্যাচের দিকে তাকিয়ে হবে। সেক্ষেত্রে যদি সেই ম্যাচে জেতে তবেই ব্রোঞ্জ জয়ের সুযোগ হবে। যদিও এখন ভারতের লক্ষ্য ফাইনাল।

এখনও পর্যন্ত ভারতীয় হকি দল মনপ্রীত সিং-এর নেতৃত্বে জয়ের ধারা অব্যাহত রেখেছে। রবিবার তারা ৩-১ গোলে গ্রেট ব্রিটেনকে হারিয়েছে। ভারতের হয়ে জয়সূচক গোলগুলি করেছেন দিলপ্রীত সিং, গুরজান্ত সিং এবং হার্দিক সিং। ব্রিটেনের হয়ে একমাত্র গোলটি করেছেন স্যামুয়েল ওয়ার্ড।

Published on: আগ ১, ২০২১ @ ২১:৫১

 

 

 


শেয়ার করুন