দাম বাড়ছে হু হু করেঃ জেনে নিন আজ কলকাতা সহ দেশের প্রধান শহরগুলিতে পেট্রল-ডিজেলের মূল্য

Main অর্থ ও বাণিজ্য দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Reporter:Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ২২জুন:  করোনা মহামারীর আবহে এখনও স্বাভাবিক হয়নি জনজীবন। দেশের বহু জায়গাতেই এখনও সম্পূর্ণভাবে কিংবা আংশিকভাবেও যানবাহন চলাচল শুরুই হয়নি। কিন্তু তাতে পেট্রল-ডিজেলের মূল্য একটুও কমেনি। বরং প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে প্রতি লিটারের দাম। কলকাতায় আজ লিটার প্রতি পেট্রলের দাম গত কালের থেকে ২৬ পয়সা বেড়ে হয়েছে ৯৭.৩৮ টাকা। একইভাবে ডিজেলের দামও গতকালের থেকে একইরকম ২৬ পয়সা বেড়ে আজ দাঁড়িয়েছে ৮১.০৮ টাকা।

দেশের প্রধান ১৪টি শহর সহ সর্বত্র আজ পেট্রল ও ডিজেলের বর্ধিত দাম নির্ধারিত হয়েছে। সেই তালিকায় একবার চোখ রাখলে জানা যাবে কোথায় আজ কত দামে মিলছে পেট্রল ও ডিজেল।তালিকায় উল্লেখিত দাম অনুসারে আজ লিটার প্রতি সবচেয়ে কম দামে পেট্রল মিলছে চন্ডীগড়ে। আজ ওই শহরে পেট্রলের লিটার প্রতি দাম ৯৩.৭৭ টাকা। ডিজেলের লিটার প্রতি সব চেয়ে কম দাম এই শহরে। আজ এখানে প্রতি ডিজেলের দাম ৮৭.৮৭ টাকা। লিটার প্রতি পেট্রলের সব চেয়ে চড়া দাম রাজস্থানের জয়পুরে। সেখানে আজ পেট্রলের লিটার প্রতি মূল্য ১০৪.১৭ টাকা। একইভাবে এই শফরে আজ লিটার প্রতি ডিজেলের মূল্য দেশের মধ্যে সবচেয়ে বেশি- ৯৭.২৭ টাকা।

আজ দেশের প্রধান ১৪ শহরে ডিজেলের লিটার প্রতি দামঃ

নিউ দিল্লি- ৮৮.২৩ টাকা, কলকাতা ৯১.০৮ টাকা, মুম্বই ৯৫.৭২, চেন্নাই ৯২.৮৩, গুরগাঁও ৮৮.৮৩টাকা, নয়ডা ৮৮.৮৩ টাকা, বেঙ্গালুরু ৯৩.৫৪টাকা, ভুবনেশ্বর ৯৬.১৫ টাকা, চন্ডীগড় ৮৭.৮৭ টাকা, হায়দরাবাদ ৯৬.১৭ টাকা, জয়পুর ৯৭.২৭ টাকা, লক্ষনৌ ৮৮.৬৫ টাকা, পাটনা ৯৩.৮৬ টাকা, ত্রিবান্দ্রম ৯৪.৮৮ টাকা।

আজ দেশের প্রধান ১৪ শহরে পেট্রলের লিটার প্রতি দামঃ

নিউ দিল্লি- ৯৭.৫০ টাকা, কলকাতা ৯৭.৩৮ টাকা, মুম্বই ১০৩.৬৩, চেন্নাই ৯৮.৬৫ টাকা, গুরগাঁও ৯৫.২৫ টাকা, নয়ডা ৯৪.৯২ টাকা, বেঙ্গালুরু ১০০.৭৬টাকা, ভুবনেশ্বর ৯৮.২৭ টাকা, চন্ডীগড় ৯৩.৭৭ টাকা, হায়দরাবাদ ১০১.৩৩ টাকা, জয়পুর ১০৪.১৭ টাকা, লক্ষনৌ ৯৪.৭০ টাকা, পাটনা ৯৯.৮৬ টাকা, ত্রিবান্দ্রম ৯৯.৬২ টাকা।

২০১৭ সালের ১৫ জুন থেকে ভারতে প্রতিদিন পেট্রল ও ডিজেলের দাম সংশোধন করা হয়।যদি ও আগে ডিজেলের দাম প্রতি দুই সপ্তাহ অন্তর সংশোধন করা হত। কিন্তু দেখা যায় যে প্রতিদিন যেভাবে দাম বাড়ছে তাতে দুই সপ্তাহ বাদে সেটা অনেকটাই বেশি মনে হত গ্রাহকের কাছে। সেইসব ভেবে পরবর্তীতে সেটা প্রতিদিন সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়।


শেয়ার করুন