জৈশ প্রধান মাসুদ আজহার “অসুস্থ না মৃত”- এটা কি পাকিস্তানের নয়া চাল

Main দেশ বিদেশ
শেয়ার করুন

Published on: মার্চ ৩, ২০১৯ @ ২৩:৫২

এসপিটি নিউজ ডেস্কঃ পাকিস্তান কি মাসুদ আজহারকে বাঁচাতে নয়া চাল চালল, যেখানে প্রথমে বলা হল সে অসুস্থ, আর আজ বলা হচ্ছে সে মারা গেছে। তাহলে “অসুখ না মৃত্যু” দুটোর কোনটা ঠিক, তা নিয়ে পাকিস্তানের সেনা কিংবা সরকার কেউ কিন্তু আজকে সারাদিনে নিশ্চিত করেনি।

ভারতের গোয়েন্দা সংস্থা এই বিষয়টি নিয়ে খোঁজ-খবর নেওয়া শুরু করেছে যেখানে পাকিস্তান মিডিয়ায় ও সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি নিয়ে শোরগোল পড়েছে। কিন্তু এর সত্যতা কিন্তু এখনও সামনে আসেনি। এখনও পর্যন্ত যেটা সামনে নিয়ে আসা হয়েছে যে মাসুদ আজহার অসুস্থ পাকিস্তানের সেনার প্রধান কার্যালয় রাওয়ালপিন্ডির সেনা হাসপাতালে তার চিকিৎসা চলছে।

তবে এটাও কতটা সঠিক তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। কারণ যেভাবে বালাকোটে ঢুকে ভারতীয় বায়ুসেনা মাসুদ আজহারের ঘাঁটিকে ধ্বংস করেছে পাকিস্তান সেদিন থেকে কিন্তু বেশ চাপের মধ্যে পড়ে গেছে যে এবার মাসুদ আজহারকে তারা কোথায় লুকিয়ে রাখবে? এটাও বলা হচ্ছে যে মাসুদ আজহারের লোকেশন লাগাতর পাকিস্তান সেনা এবং আইএসআই প্রতিনিয়ত বদলে ফেলছে আর সেদিন থেকে হচ্ছে যেদিন ভারত পুলওয়ামা হামলার বদলা নেওয়ার প্রতিজ্ঞা করেছে। ইতিমধ্যে জৈশ-ই-মহম্মদের হেডকোয়ার্টার বহাভলপুরে থেকে মাসুদ আজহারকে সরিয়ে দেওয়া হয়েছে।

বহাভলপুরে জৈশের জঙ্গি কার্যালয়ের সদর দফতর পাকিস্তান নিজের দখলে নিয়ে মাসুদের নিরাপত্তা আরও বাড়িয়ে দিয়েছে। খোদ মাসুদ আজহার এখন পাকিস্তানি সেনা এবং আইএসআই-এর কড়া প্রহরায় তাদের নিশ্চিত সুরক্ষায় দিন কাটে।

যেভাবে মাসুদ আজহারের অসুখ এবং পরে মৃত্যুর খবর ছড়িয়ে দেওয়া হয়েছে তাতে এমনটাই মনে হচ্ছে যে পাকিস্তান মাসুদ আজহারকে বাঁচাতে নাকি খোদ নিজেদের বাঁচাতে নয়া চাল চালছে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে।

যদি মাসুদ আজহার সত্যিই মারা গিয়ে থাকে তাহলে প্রশ্ন থাকবে তবে তার মৃত্যু কি সেই অসুখের ফলেই হয়েছে যার জন্য তাকে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ? না কি মাসুদ আজহার গত ২৬শে ফেব্রুয়ারি বালাকোটের এয়ার স্ট্রাইকে মারা গেছে নাকি সেখানে জখম হয়ে সেনা হাসপাতালে চিকিৎসা করার সময় তার মৃত্যু হয়েছে?

যদি মাসুদ আজহার বেঁচেই থাকে তাহলে তার মৃত্যুর খবর কি পাকিস্তান সেনার একতা মাইন্ড গেম? না কি পাকিস্তান মাসুদ আজহারকে নিয়ে আন্তর্জাতিক চাপ কমাতে চাইছে, নাকি মৃত্যু কিংবা অসুখের খবর ছড়িয়ে দিয়ে পাকিস্তান মাসুদ আজহারকে বাঁচাতে চাইছে?

এইসব কথায় সত্যি থাকতেই পারে। যেভাবে মাসুদ আজহারকে নিয়ে পাকিস্তান গোটা বিশ্বে চাপের মধ্যে রয়েছে সেটা নিয়ে তারা নিজেদের বাঁচানোর রাস্তা খুঁজছে। আর সেটা করতেই হয়তো এরকম মৃত্যু অথবা অসুখের খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে। যতক্ষন পর্যন্ত মাসুদ আজহারের বিষয়ে কোনও পাক্কা খবর না সছে ততক্ষন পর্যন্ত এটাই ধরে নিতে হবে পাকিস্তান এটা নিয়ে এক বড় খেলা খেলছে। কেননা এখনও পর্যন্ত পাকিস্তান বিদেশমন্ত্রী বলেছেন- মাসুদ আজহার অসুস্থ। তার চিকিৎসা চলছে। একজন বিদেশমন্ত্রী কেন মাসুদের মতো এক জঙ্গির খবর জানাবে তা নিয়ে কিন্তু হয়রানি বেড়েছে।

Published on: মার্চ ৩, ২০১৯ @ ২৩:৫২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

59 − 52 =