Published on: এপ্রি ২১, ২০১৮ @ ২৩:৫৮
এসপিটি স্পোর্টস ডেস্কঃ ক্রিস গেইলকে কোনওভাবেই রোখা যাচ্ছে না। ক্রমশ অপ্রতিরোধ্য হয়ে উঠছে। আইপিএল-১১ সংস্করণে পুরনো গেইল যেন ফিরে এসেছে। এবারের আইপিএল নিলামে প্রথমে কোনও ফ্র্যাঞ্চাইজি গেইলকে যেভাবে উপেক্ষা করেছে এটা তারই জবাব দিয়ে চলেছে গেল।শনিবার যে মেজাজে তিনি ব্যাট করে কিংস ইলেভেন পাঞ্জাবকে জেতালেন তা না দেখলে বোঝা যাবে না। হতে পারে ডার্কওয়ার্থ লুইস নিয়মে পাঞ্জাব জিতেছে তবু মানতেই হবে এদিন গেইল ও রাহুল যে ফর্মে ছিলেন তাতে কলকাতার ১৯১ রান তাড়া করাটা কোনও ব্যাপারই ছিল না।মাত্র এক উইকেট হারিয়ে পাঞ্জাব ডার্কওয়ার্থ লুইস-এর নিয়ম মেনে নির্ধারিত ১৩ ওভারেই ১২৬ রান তুলে ফেলে।
টসে হেরে কেকেআর নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯১ রান তোলে। পরে পাঞ্জাব ব্যাট করতে নেমে ৮.২ ওভারে বিনা উইকেটে ৯৬ রান তুলে ফেলে। এরপর বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। এরপরই ডার্কওয়ার্থ লুইস নিয়ম অনুসারে পাঞ্জাবের সামনে ১৩ ওভারে ১২৬ রানের টার্গেট খাড়া করা হয়। কিন্তু সেটাও তারা গেইল আর রাহুলের বিধ্বংসী ব্যাটিং-এ ভর করেই তুলে ফেলে। ৯ উইকেটে জিতে পাঞ্জাব লিগ টেবিলের শীর্ষে উঠে আসে।
এদিন গেইল ৩৮ বলে অপ্রাজিত ৬২ রান করে। যার মধ্যে পাঁচটি চার ও ছয়টি ছক্কা ছিল। রাহুল ২৭ বলে করে ৬০ রান।আর রাহুলের ইনিংসে ছিল নটি চার আর দুটি ছক্কা।
এদিনের পর এই সজনে সবচেয়ে বেশি রান করার সুবাদে গেল অরেঞ্জ ক্যাপ হান। একই ভাবে আর এক ক্যারিবিয়ান বোলার সুনীল নারাইন সবচেয়ে বেশি উইকেট পাওয়ায় অরেঞ্জ ক্যাপ পান।
Published on: এপ্রি ২১, ২০১৮ @ ২৩:৫৮