গুড়গুড়িপাল হাইস্কুলের হীরকজয়ন্তী বর্ষে ‘পড়া’ আর ‘লেখা’ নিয়ে অভিনব কর্মশালা, অংশ নিল বহু স্কুল

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল

Published on: ডিসে ২৩, ২০১৭ @ ১৯:৪৯

এসপিটি নিউজ, মেদিনীপুরঃ বিদ্যালয়ের নানা অনুষ্ঠানে এমন উদ্যোগ সচরাচর চোখে পড়ে না। নাচ-গান, কবিত-আবৃত্তি আর নাটকেই আবদ্ধ থাকে। ছাত্র-ছাত্রীরা আসে দেখে তারপর বাড়ি চলে যায়। কিন্তু এবার কিন্তু ভিন্ন রূপ দেখা গেল মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল হাইস্কুলের হীরক জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠানে। যেখানে এক অভিনব কর্মশালার আয়োজন করা হয়েছিল। ছড়া-কবিতা-গল্প পড়তে যেমন ছাত্র-ছাত্রীদের উতসাহিত করবে ঠিক তেমনই কিভাবে তারা লিখবে তা-ও তুলে ধরা হল কর্মশালায়। দেখালেন সব বিশিষ্ট শিক্ষাবিদরা।

মেদিনীপুর সদর ব্লকের গুড়িগুড়িপাল হাইস্কুলের হীরক জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষ্যে ছাত্রছাত্রীদের আন্তঃবিশ্ববিদ্যালয় ছড়া, গল্প ,কবিতার কর্মশালা অনুষ্ঠিত হলো শুক্রবার। কর্মশালায় ছাত্র ছাত্রীদের সামনে উল্লিখিত বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেন সাহিত্যিক গোপেশ রায়, ছড়াকার প্রদীপ দেব বর্মন,কবি প্রসূন পড়িয়া,কবি অভিনন্দন মুখোপাধ্যায়, কবি তারাপদ মাইতি প্রমুখ। উদ্বোধনী​ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুড়গুড়িপালের প্রধান শিক্ষক গৌতম ভৌমিক , বিদ্যালয়ের সভাপতি সুবল চন্দ্র গুছাইত, পত্রিকা সম্পাদক সুব্রত পাত্র সহ-অংশগ্রহণকারী বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক প্রলয় বিশ্বাস।এই কর্মশালায় যোগ দিয়েছিল চাঁদড়া,পাঁচখুরি, চুয়াডাঙ্গা,তেল‍্যা,ভাদুতলা,মৌপাল, গুড়িগুড়িপাল সহ অন্যান্য বিদ্যালয়ের দুই শতাধিক ছাত্রছাত্রী।

গুড়গুড়িপাল হাইস্কুলের সহশিক্ষক তথা আয়োজক পত্রিকা উপসমিতির সম্পাদকসুব্রত পাত্র জানান, ছাত্রছাত্রীদের মধ্যে থাকা সৃজনশীল গুনাবলীর সুষ্ঠু বিকাশের লক্ষ্যে এই কর্মশালার আয়োজন।মৌপাল হাইস্কুলের প্রধান শিক্ষক তথা কবি প্রসূন পড়িয়া বলেন, এ ধরনের কর্মশালা ছাত্র ছাত্রীদের ছড়া কবিতা , গল্প পড়তে যেমন আগ্রহী করবে, তেমনি নিজের থেকে লিখতেও উৎসাহিত করবে। কর্মশালায় যোগ দানকারী চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক সুদীপ কুমার খাঁড়া,তেল‍্য হাইস্কুলের শিক্ষক শৈবাল নন্দ, পাঁচখুরি হাইস্কুলের শিক্ষক মিলন বটব‍্যাল, চাঁদড়া হাইস্কুলের শিক্ষিকা অন্তরা ঘোষ সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা বলেন এই ধরনের কর্মশালা আরো বেশি বেশি হওয়া দরকার, তাতে ছাত্রছাত্রীরা এই বিষয়গুলিতে আরো আগ্রহী হবে। এই কর্মশালায় যোগ দিতে পেরে খুব খুশী জুহিনা হোসেন, শাহাদুল খাঁন, তামান্না খাতুন, সুদিপ গায়েন মতো কচিকাঁচারা।ছবিঃ রামপ্রসাদ সাউ

Published on: ডিসে ২৩, ২০১৭ @ ১৯:৪৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

91 − 86 =