ক্রিসমাসে পোপ বিশ্ববাসীকে খুব গুরুত্বপূর্ণ এক আহ্বান জানালেন

Main ধর্ম বিদেশ
শেয়ার করুন

Published on: ডিসে ২৫, ২০১৮ @ ১৯:৪২

এসপিটি নিউজ ডেস্কঃ মানুষ এখন আত্মকেন্দ্রিক হয়ে উঠছে। ভোগবাদ আর নিজেকে নিয়ে মানুষ আজ উন্মত্ত হয়ে উঠছে। যা বিশ্বের মানবসমাজের কাছে খুবই উদ্বেগজনক। সারা বিশ্বেই এর বিরুদ্ধে আজ আওয়াজ উঠছে। কিন্তু তবু এর থেকে বেরিয়ে আসাতে পারছে না মানুষ। সেন্ট পিটার্স-এ পোপ ফ্রান্সিস যীশূর জন্মদিনে ফের বিশ্ববাসীকে আহ্বান জানালেন- “ভাগ করে নেওয়া আর দান করার মানসিকতা দেখান।”   সোমবার পোপ ফ্রান্সিস আজকের ভোগবাদের “ক্ষতিকারক লোভ” যেভাবে ছড়িয়ে পড়ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে  ক্রিসমাসে জনগণের কাছে জীবনকে আরও বেশি করে” ভাগাভাগি করে নেওয়া ও দান ” করার জন্য আহ্বান জানিয়েছেন।

রোমের সেন্ট পিটার্সের বাসিলিকাতে হাজার হাজার অনুগামীদের একটি ভাষণে বিশ্বের ১.৩ বিলিয়ন ক্যাথলিকদের নেতা বলেছেন- “মানবজাতি লোভী এবং ক্ষিপ্ত হয়ে উঠেছে” । তিনি বলেন, ” আজকের দিনে বহু মানুষের কাছে জীবন মানে- অর্থ প্রাপ্তি, প্রচুর পরিমাণে ভোগবাদের মধ্যে ডুবে থাকা”।

“একটি অতৃপ্ত লোভ সমস্ত মানব ইতিহাসকে চিহ্নিত করে, এমনকি আজকাল, যখন, বিদ্বেষপূর্ণভাবে একটা অংশ বিলাসবহুল খাবার খেয়ে চলেছে তখন এই পৃথিবীতেই বেশ কিছু মানুষ দৈনন্দিন রুটি ছাড়াই বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে।” বলেন পোপ। “শুধু নিজে সবটা না খেয়ে কিছু মজুদ করে রেখে দিয়ে ভাগাভাগি করে নিয়ে ও দান করে নেওয়াটাই আজ খ্রিস্টের জন্মের বসবাসের এক নয়া উপায় বির্দেশ করে দিয়েছে”, জানান তিনি। একই সঙ্গে তিনি এও যোগ করেন- “আমরা আমাদের জড়তা ও ভোগবাদের মধ্যে আমাদের পথ কখনোই হারাতে চাই না।”

এখন সময় এসেছে লোকজনকে নিজেদের প্রশ্ন করা উচিত: “আমাদের কি সত্যিই এই সমস্ত বস্তু এবং জীবিকার জন্য জটিল রেসিপির প্রয়োজন আছে? আমরা কি এই সমস্ত অপ্রয়োজনীয় অতিরিক্ত বস্তু ছাড়া সহজসরল জীবনযাপন করতে পারি?” প্রশ্ন তুলেছেন পোপ। এই মাসেই ৮২ বছর বয়সে পড়ছেন পোপ ফ্রান্সিস, মঙ্গলবার  সেন্ট পিটার্স স্কয়ারে তিনি যীশু খ্রিস্টের জন্মদিনে ক্রিসমাস দিবসে তাঁর শুভেচ্ছে প্রদান করেন।

ছবি- এএফপি

Published on: ডিসে ২৫, ২০১৮ @ ১৯:৪২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

87 − = 83