Published on: মার্চ ২৬, ২০২৩ @ ১৭:১৯
এসপিটি নিউজ, কলকাতা, ২৬ মার্চ: আজ কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন এবং “মুজিব চিরঞ্জীব” মঞ্চে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়।এরপর কলকাতায় নিযুক্ত বাংলাদেশের মান্যবর উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস-এর নেতৃত্বে উপ-হাইকমিশনের কর্মকর্তাগণ বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ ছাড়া কলকাতায় সোনালী ব্যাংক লিমিটেড এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর কর্মকর্তাগণ বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বাংলাদেশ গ্যালারীতে আয়োজিত অনুষ্ঠানে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রীর প্রেরিত বানী পাঠ
পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রীর প্রেরিত বানী পাঠ করে শোনান যাথক্রমে কাউন্সিলর (শিক্ষা ও ক্রীড়া) রিয়াজুল ইসলাম, কাউন্সিলর (কনস্যুলার) এএসএম আলমাস হোসেন, কাউন্সেলর (রাজনৈতিক), মিজ তুষিতা চাকমা এবং দ্বিতীয় সচিব (রাজনৈতিক) শেখ মারেফাত তারিকুল ইসলাম।
‘আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে দৃপ্ত পায়ে এগিয়ে যাচ্ছি’
সমাপনী বক্তব্যে উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস বলেন, “২৬ মার্চ ১৯৭১-এর প্রথম প্রহরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণার পর বাংলাদেশের মুক্তিকামী জনগণ ঝাঁপিয়ে পড়েছিলো পাকিস্তানী হানাদার বাহিনীকে মোকাবেলা করে দেশ স্বাধীন করার জন্য। নয় মাসে ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে, বাঙালি জাতির অভূতপূর্ব বীরত্বে, আমরা অর্জন করি মহান স্বাধীনতা। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে দৃপ্ত পায়ে এগিয়ে যাচ্ছি।”
এরই ধারাবাহিকতায় বাংলাদেশকে বিশ্বের একটি উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠার অগ্রযাত্রায় যোগ দিতে উপ-হাইকমিশনার সবাইকে আহবান জানান।অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উপ-হাইকমিশনের দ্বিতীয় সচিব (রাজনৈতিক) ,শেখ মারেফাত তারিকুল ইসলাম।
Published on: মার্চ ২৬, ২০২৩ @ ১৭:১৯