কলকাতার স্কুলে ঘৃণ্য ঘটনা, পথে নামল মেদিনীপুরের নাগরিকরা

Main রাজ্য
শেয়ার করুন

এসপিটি নিউজ, মেদিনীপুর: কলকাতার নামি স্কুলে ঘৃণ্য ঘটনার বিরুদ্ধে পথে নামল আলোকন সাহিত্য পত্রিকা ও সম্বিত নাট্যগোষ্ঠীর সদস্যরা । উপস্থিত ছিলেন আলোকন এর পক্ষে সম্পাদকমন্ডলীর সদস্য ব্রতীন দাস, সৌম্যব্রত বেরা, রাজু রানা দাস, সম্বিত নাট্যগোষ্ঠীর পক্ষে রাকিবুল হাসান প্রমুখ । এদিন বিকেলে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর মূর্তি থেকে একটি মিছিল শুরু হয়ে জেলাশাসকের দপ্তর হয়ে রবীন্দ্র মূর্তির পাদদেশে পৌঁছয়। পদযাত্রা শেষে একটি সাংস্কৃতিক কর্মসূচীও অনুষ্ঠিত হয়।ছবিঃ রামপ্রসাদ সাউ


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

77 − 71 =