Published on: আগ ২০, ২০১৮ @ ১৯:৩৪
এসপিটি স্পোর্টস ডেস্কঃ জাকার্তা এশিয়ান গেমসে কুস্তিতে এবার ভারতের মেয়েরাও নিজেদের দক্ষতা প্রমাণ করল। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে ভারতীয় তরুণী বিনেশ ফোগট কুস্তির ৫০ কিলোগ্রাম ফ্রিস্টাইল বিভাগে জিতে সোনার পদক হাসিল করলেন। গতকাল বজরং পুনিয়ার মতো বিনেশও জাপানের মহিলা কুস্তিগীরকে ৬-২ ফলাফলে হারিয়ে সোনা জয়ের রাস্তা সাফ করেন। ভারতের পক্ষে এ এক অনন্য ইতিহাস হয়ে থাকল আজকের দিনটি। এশিয়ান গেমসের ইতিহাসে এই প্রথম কোনও ভারতীয় মহিলা কুস্তিতে সোনার পদক জিতলেন।
বিনেশের নিজস্ব মেন্টর, কোচ ও কাকা মহাবীর ফোগট অনেক আগেই আশা করেছিলেন তাঁর ভাইঝি লক্ষ্যপূরণ করবে। যখন বিনেশ ফোগট ফাইনালে পৌঁছলেন তখন কাকা মহাবীর ফোগট এক ট্যুইট করে লেখেন-“একটা কথা মনে রাখবেন বেটি সোনা জিতলে ইতিহাস তৈরি হবে, যা কখনও ভোলা যাবে না। দেশের পতাকা সবার উপরের তুলে ধরতে হবে।”
“দঙ্গল গার্ল” গীতা এবং ববিতা ফোগটের বাবা বিনেশের কাকা হয়। সেইসঙ্গে তিনি আবার বিনেশের কোচ ও মেন্টর। এই সিনেমার মধ্যে দিয়ে সারা বিশ্ব দেখেছে ফোগট পরিবারের সংঘর্ষপূর্ণ লড়াই। মহাবীর ফোগটের মেয়ে ববিতাও বোনের জয়ের খবরে উচ্ছ্বসিত। তিনি ট্যুইট করে লেখেন,”ছোট বোন বিনেশ সোনা জিতে এশিয়ান গেমসে ইতিহাস গড়ল।এশিয়ান গেমসে প্রথম মহিলা কুস্তিগীরকে জানাই আমার অনেক-অনেক শুভেচ্ছা।”
এছাড়াও বিনেশকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি কোবিন্দ, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন রাঠোর, নাণিজ্যমন্ত্রী সুরেশ প্রভু, রেলমন্ত্রী পীযুশ গোয়েল, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর, কুস্তিগীর বজরং পুনিয়া সহ অনেকে।
Published on: আগ ২০, ২০১৮ @ ১৯:৩৪