
Published on: আগ ১৯, ২০১৮ @ ১৯:১৬
এসপিটি নিউজ ডেস্কঃ খুব ভালো না হলেও শুরুটা ব্রোঞ্জ পদক দিয়েই সূচনা হল ভারতের।জাকার্তা এশিয়ান গেমস-২০১৮ ভারতের প্রথম পদক এল শুটিং-এ।১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে ভারতের অপূর্বী চন্দেলা এবং রবি কুমার জুড়ি ব্রোঞ্জ পদক লাভ করেন। পাশাপাশি ভারতের নামি কুস্তগীর বজরং পুনিয়া ৬৫ কিলোগ্রাম বিভাগে ফাইনালে পৌঁছেছে। এখন তাঁর সামনে সোনা জয়ের সুযোগ।
রবিবার শুটিং-এ অপূর্বী ও রবি ফাইনালে ৪২৯.৯ স্কোর করেন। এই বিভাগে সোনা জেতেন চিনা তাইপে জুড়ি। তাদের স্কোর ৪৯৪.১ যা এশিয়ান গেমস রেকর্ড। এই বিভাগে চিন রূপো জেতে।
তবে ভারতীয় দল এখন বজং-এর দিকে তাকিয়ে। সেমিফাইনালে বজং এক তরফা খেলে ১০-০ তে মঙ্গোলিয়ার কুস্তিগীরকে পরাস্ত করে ফাইনালে পৌঁছন। এর ফলে পুনিয়া তাঁর রূপোর পদক জেতার সম্ভাবনা পাকা করে ফেলেছেন। এর আগে দু’বারের অলিম্পিক পদক জয়ী সুশীল কুমারের হার ভারতীয় দলকে ধাক্কা দেয়।ছবি-এএনআই
Published on: আগ ১৯, ২০১৮ @ ১৯:১৬