
Published on: মে ২৫, ২০১৮ @ ২২:৪৪
এসপিটি ফিল্ম ডেস্কঃ বলিউডের দাবাং গার্ল এখন খুব ভালো সময়ের মধ্যে দিয়ে চলেছেন। সলমান খানের দাবাং ৩ ছবিতে ফাইনাল হয়ে যাওয়ার পর থেকে সোনাক্ষী আলোচনার কেন্দ্র বিন্দু হয়ে উঠেছেন।এর মধ্যে তাঁর এমন কিছু চোখ ধাঁধানো ছবি খবরের শিরোণামে চলে এসেছে।যেখানে তাঁর লুক প্রায় বদলে গেছে।
এমনিতেই সোনাক্ষী তাঁর ওজন নিয়ে বেশ বিড়ম্বনায় ছিলেন। তার মধ্যে তিনি ট্রান্সফর্ম করার পর ওজন যেমন কমিয়েছেন তেমনই চেহারায় চমক ফুটিয়ে তুলেছেন।দেবাং ৩ ছবিতে তাঁকে একদম অন্য চেহারায় দর্শকরা দেখতে পাবেন। ট্রান্সফর্মের পর তাঁর সেক্সি ফিগার নজরে এসছে।আর ছবিতে তাঁর সেই হট ফিগারও সামনে এসেছে সকলের।
বলিউড কেরিয়ারের শুরুতে সোনাক্ষীর ওজন ছিল ৯০ কিলো। এরপর ২০১০ সালে সলমানের সঙ্গে দাবাং ছবিতে সুযোগ মেলার পর ওজন ৩০ কিলো মতো কমিয়ে ফেলেন।ছবির পরিচালক আরবাজ খান ও প্রোডিউসার প্রভুদেবা ‘ফিল্মবিট’-কে নিশ্চিত করেছেন যে ছবিতে সলমান খানের বিপরীতে সোনাক্ষীকেই দেখা যাবে।
Published on: মে ২৫, ২০১৮ @ ২২:৪৪