সংবাদদাতা-বাপ্পা মন্ডল
ছবি-বাপন ঘোষ
Published on: মার্চ ১৬, ২০১৯ @ ২১:০১
এসপিটি নিউজ, খড়্গপুর, ১৬ মার্চঃ কি এমন আছে যে ছবি নিয়ে সিপিএম নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলল। দেখা যাচ্ছে ছবিটিতে বড় করে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি। পাশে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের ছবি। আর পিছনে দেখা যাচ্ছে আকাশ দিয়ে ছুটে যাচ্ছে যুদ্ধ বিমান।উপরে লেখা ছাপ্পান ইঞ্চি কা সিনা।বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বাংলো নাম্বার ৬৭৭ গেটের বাইরে এই পোস্টার ঘিরে বিতর্ক উঠছে।
কি বলছে সিপিএম
১) সব ঠিক ছিল-বাধ সাধলো ওই যুদ্ধ বিমানগুলিকে নিয়ে। এর জন্য নাকি ছবিটাই নির্বাচনী বিধিভঙ্গের মধ্যে পড়ে যাচ্ছে -দাবি করেছে মেদিনীপুর লোকসভার সিপিএম প্রার্থী বিপ্লব ভট্ট।
২) “যে বিজেপি সেনাকে নিজেদের নির্বাচনী প্রচারে ব্যবহার করছে- সেনা কারো পৈত্রিক সম্পত্তি নয়। সেনা দেশের গর্ব- তাদের নিয়ে রাজনীতি করা ঠিক নয়। এই সেনার ছবি ব্যবহার করা নিয়ে আমরা কমিশনকে জানাবো। আজকেই লিখিত অভিযোগ জানাবো নির্বাচন কমিশনকে ।”
কি বলছে তৃণমূল কংগ্রেস
১) “সেনা নিয়ে যারা রাজনীতিতে নেমেছে তাদের যোগ্য জবাব দেবে উনিশের লোকসভা নির্বাচন। আমরা এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবো”, বললেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি।
অভিযোগ কতটা জোরালো
১) বলা হচ্ছে- কোনও রাজনৈতিক দল সেনার ছবি ব্যবহার করতে পারবে না।ওথচ বিজেপি এই ছবিতে সেতাই করেছে। কিন্তু ছবিতে কিন্তু কোথাও সেনার ছবি দেখা যাচ্ছে না। বলা হচ্ছে ছবিতে নাকি সার্জিক্যাল স্ট্রাইকের ছবি দেওয়া হয়েছে। সেটাও কিন্তু ঠিক নয়-কারণ, ছবিতে কতগুলি প্রতিকী যুদ্ধ বিমানকে দেখা যাচ্ছে। সেখানে কিন্তু সার্জিক্যাল স্ট্রাইকের কোনও চিহ্ন দেখা যায়নি। তবে প্রতিকী যুদ্ধ বিমানের ছবি যদি বিধিভঙ্গের মধ্যে পড়ে সেটা বিচার করবে নির্বাচন কমিশন। এখন দেখার তারা এই অভিযোগ কিভাবে নিচ্ছে।
Published on: মার্চ ১৬, ২০১৯ @ ২১:০১