এবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর অনশন মঞ্চেও দেখা গেল বিজেপি বিরোধী জোটের ঐক্য

দেশ
শেয়ার করুন

Published on: ফেব্রু ১১, ২০১৯ @ ১৬:৩৭

এসপিটি নিউজ, নিউ দিল্লি, ১১ ফেব্রুয়ারিঃ লোকসভা ভোট যতই এগিয়ে আসছে ততই বিজেপি বিরোধী জোটের ঐক্য আরও বেশি করে মজবুত হচ্ছে। কলকাতায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নার রেশ এখনও কাটেনি। সেখানেও দেখা গেছিল সারা দেশের বিজেপি বিরোধীদের কাউকে সশরীরে আবার কাউকে ফোন করে তাঁর পাশে দাঁড়াতে। এবার সেই একই ছবি আবারও দেখা গেলে দিল্লিতে অন্ধ্রভবনে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর অনশন মঞ্চে। যেখানে মনমোহন সিং, রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, ফারুক আবদুল্লা, শরদ যাদব থেকে তৃণমূলের ডেরেক ও ব্রায়েন কে নেই।

নাইডু অন্ধ্রপ্রদেশের বিশেষ অর্থনৈতিক সুবিধা আদায়ের দাবিতে এই অনশন ধরনা শুরু করেছেন। সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত তাঁর এই অনশন ধরনা চলবে। নাইডু তাঁর সমস্ত মন্ত্রী থেকে শুরু করে দলের বিধায়কদের এখানে সামিল করেছেন। তাঁর এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন বিজেপি বিরোধী জোটের সমস্ত নেতাই।

একদিনের এই অনশন ধরনা মঞ্চে এদিন প্রথম আসেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ দূত হিসেবে ডেরেক ও ব্রায়েন। সেখানে দেখা যায় কংগ্রেস নেতা জয়প্রকাশ রমেশ, সমাজবাদী পার্টির মুলায়ম সিং যাদব, শরদ যাদবকে। তাঁর এই আন্দোলনকে সমর্থন জানাতে সেখানে এসে হাজির হন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকেও।

সেখানে হাজির হয়ে নাইডুকে পূর্ণ সমর্থন জানিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেন-“মোদি অন্দ্রপ্রদেশকে যে কথা দিয়েছিল তা পূরণ করেনি। আর মাত্র এক কি দু’মাস বাদেই বিরোধী দল মোদিকে দেখিয়ে দেবে ভারতের মানুষের ভাবনা কি। চৌকিদার চোর হ্যায়। প্রধানমন্ত্রী অন্ধ্রপ্রদেশের পয়সা চুরি করে অনিল আম্বানিকে দিয়েছে। আমরা বিজেপি এবং নরেন্দ্র মোদিকে হারাবোই। প্রধানমন্ত্রী যেখানে যান সেখানেই তিনি মিথ্যা কথা বলেন। আমি অন্ধ্রপ্রদেশের মানুষের সঙ্গে আছি।”

নাইডু বলেন-“যদি আপনি আমাদের দাবি না মানেন তাহলে আমার জানা আছে কিভাবে দাবি আদায় করতে হয়। এর সঙ্গে অন্ধ্রপ্রদেশের মানুষের আত্মসম্মান জড়িয়ে আছে। যখনই আমাদের আত্মসম্মানের উপর আক্রমন হবে আমি তা কোনওভাবেই বরদাস্ত করবো না। আমি এই সরকারকে সতর্ক করে দিচ্ছি বিশেষ করে প্রধানমন্ত্রীকে আপনারা ব্যক্তিগত আক্রমন করবেন না।”

এরপরই চন্দ্রবাবু নাইডু বলেন-“আজ আমি এখানে কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসেছি। ধরনার এক দিন আগেই প্রধানমন্ত্রী গুন্টুর পৌঁছেছেন। যা দর্কার আমি তাই চাইছি।”

Published on: ফেব্রু ১১, ২০১৯ @ ১৬:৩৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

79 + = 86