এ বছর ৭৬ দিনে ফলপ্রকাশ, মাধ্যমিকে ৯৯.৫৭ শতাংশ নম্বর নিয়ে প্রথম হয়েছে পূর্ব বর্ধমানের দেবদত্তা মাঝি

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: মে ১৯, ২০২৩ @ ১১:১৮

এসপিটি নিউজ, কলকাতা, ১৯ মে:  পূর্ব ঘোষণা অনুযায়ী পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এ বছর তাদের মাধ্যমিকের ফল্প্রকাশ করেছে আজ। সল্টলেকে পর্ষদের অফিসে সাংবাদিক সম্মেলন করে সভাপতি সেকথা জানিয়েছে। মাত্র ৭৬ দিনের মাথায় এই ফলপ্রকাশ করা হয়েছে। এ বছর মাধ্যমিকে প্রথম হয়েছে পূর্ব বর্ধমানের কাটোয়া দুর্গাদাসী গার্লস স্কুলের কৃতী ছাত্রী দেবদত্তা মাঝি ৯৯.৫৭ শতাংশ নম্বর নিয়ে প্রথম স্থান অধিকার করেছে।

পর্ষদের সভাপতি জানিয়েছেন- এ বছর মাধিক পরীক্ষার্থীর সংখ্যা ৬,৮২,৩২১জন। মহিলা পরীক্ষার্থীর সংখ্যা গত বারের চেয়ে ২২ শতাংশ বেশি। মোট ৪৪ ঝাজার শিক্ষক মাধ্যমিক পরীক্ষার খাতা দেখেছেন। প্রিটি মার্কশিটে কিউআর কোড থাকছে। এ বছর পাশের হার বেড়ে হয়েছে ৮৬.১৬ শতাংশ। ৬০ শতাংশেরও বেশি পেয়েছে ১৩.৬৭ শতাংশ।

এ বছর রাজ্যে ১৬টি জেলা থেকে মোট ১১৮ জন র‍্যাঙ্ক করেছে। বাঁকুড়া থেকে ১৪জন, মালদা থেকে ২১জন, পূর্ব বর্ধমান থেকে ১৭, দক্ষিণ ২৪ পরগনা থেকে ১৩জন, পূর্ব মেদিনীপুর থেকে ১১, উত্তর ২৪ পরগনা থেকে ৯, পশ্চিম মেদিনীপুর থেকে ৯, পুরুলিয়া থেকে ৬, হুগলি থেকে ৫, হাওড়া থেকে ৪, কোচবিহার থেকে ৩, বীরভূম থেকে ২জন এবং দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম ও নদিয়া থেকে ১ জন করে র‍্যাঙ্ক করেছে।

প্রথম স্থানে ১জন, দ্বিতীয় হয়েছে ২জন, তৃতীয় হয়েছে ৬জন, চতুর্থ ৪জন, পঞ্চম ৯জন, ষষ্ঠ ১১জন, সপ্তম ৮, অষ্ঠম ১৫, নবম ১৭জন, দশম হয়েছে ৩৪জন।

প্রথম হয়েছে পূর্ব ব্ররধমানের কাটোয়া দুর্গাদাসী গার্লস স্কুলের ছাত্রী দেব্দত্তা মাঝি। তার প্রাপ্ত নম্বর ৬৯৭(৯৯.৫৭%), যুগ্ম দ্বিতীয় হয়েছে পূর্ব বর্ধমান মিনিসিপাল হাইস্কুলের ছাত্র শুভম পাল। তার প্রাপ্ত নম্বর ৬৯১(৯৮.৭১%) এবং মালদা রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের রিয়াজ হাসান সরকার। তার প্রাপ্ত নম্বর ৬৯১।তৃতীয় হয়েছে অর্ক মন্ডল সহ তিনজন।

Published on: মে ১৯, ২০২৩ @ ১১:১৮


শেয়ার করুন