স্বপ্না চৌধুরীর এই ছবি হয়ে গেল LEAK, তাঁর এমন মোহিনী রূপ দেখে তাক লেগে যাবে

দেশ বিনোদন
শেয়ার করুন

Published on: জুলা ১২, ২০১৮ @ ২২:২৯

এসপিটি ফিল্ম ডেস্কঃ বিগ বসে এমন একজনকেও পাওয়া যাবে না যিনি জনপ্রিয়তায় খেতাব না জিতে এমন উচ্চতায়  পৌঁছেছেন। কারও গ্ল্যামার যে এমন জনপ্রিয় জায়গায় যেতে পারে বিগ বস তার বড় উদাহরণ। আর সেই উদাহরণের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন স্বপ্না চৌধুরী।

আজ তাঁর এমন জনপ্রিয়তার উপর ভিত্তি করে স্বপ্নার কাছে বলিউড থেকে শুরু করে ভোজপুরি সিনেমার জন্য একের পর এক অফার আসা শুরু হয়েছে। এখানেই শেষ নয় লাইভ শো-এর জন্য তাঁর ফিজ এই মুহূর্তে লাখে পৌঁছে গেছে। বিগ বস শুরুর সময় স্বপ্না চৌধুরীকে নন-গ্ল্যামারস গার্ল হিসেবে দেখা হত। সুন্দরী হিসেবে তাঁকে কেউ দেখতেন না। অথচ আজ সেই স্বপ্না চৌধুরী এত সুন্দরী হয়ে উঠলেন তা নিয়ে শুরু হয়ে গেছে জোর জল্পনা।সকলেই হতবাক হয়ে যাচ্ছে স্বপ্নার এমন আকর্ষণীয় লুক নিয়ে।সকলের একটাই প্রশ্ন, স্বপ্না এত সুন্দরী হল কিভাবে?

মোহময়ী চোখের চাউনি, মিস্টি ঠোঁটের হাসিতে স্বপ্নাকে এত সুন্দরী লাগছে যা তাঁকে জনপ্রিয় করে তুলেছে। তাঁর এমন লুক যা বলিউডের নাম করা অভিনেত্রীদেরও রীতিমতো কাত করে দিয়েছে।

এই পরিস্থিতিতে স্বপ্না এখন গ্ল্যামারস জগতে রীতিমতো “হট কেক”।

Published on: জুলা ১২, ২০১৮ @ ২২:২৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 49 = 59