পর্যটন মেলার উদ্বোধন করলেন বাবুল সুপ্রিয়, ছিলেন পর্বতারোহী পিয়ালী বসাক

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: জুন ১৬, ২০২৩ @ ২২:০৩

এসপিটি নিউজ, কলকাতা, ১৬ জুন: আজ থেকে কলকাতায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে শুরু হল তিনদিনের পর্যটন মেলা।রাজ্যের পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয় শুক্রবার এই ট্রাভেল এন্ড ট্যুরিজম এক্সিবিশন-এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন পর্বতারোহী পিয়ালী বসাক।

ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অব বেঙ্গল এবং ব্লু-আই ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড যৌথভাবে এই পর্যটন মেলার আয়োজন করেছে। এবারের এই পর্যটন মেলায় ১০০টির মতো ট্যুর অপারেটর্স, ট্রাভেল এজেন্টস এবং বিভিন্ন ট্রাভেল ও পর্যটন সংস্থা, হোটেলিয়ার্স অংশ নিয়েছে। এদিনের অনুষ্ঠানে পর্বতারোহী পিয়ালী বসাককে একট ট্রাভেল সংস্থার পক্ষ থেকে তার হাতে দশ হাজার টাকার একটি চেক তুলে দেওয়া হয়।

এদিন রাজ্যের পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয় পর্যটন মেলার উদ্বোধন করে পশ্চিমবঙ্গ পর্যটনের নানা দিক তুলে ধরেন। তিনি বলেন, পর্যটন নিয়ে আমাদের রাজ্য সরকার অনেক কাজ করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যটন নিয়ে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। আমাদের রাজ্যে পর্যটনের বিপুল সম্ভাবনা আছে। আমরা চাই এ ধরনের মেলার মধ্যে দিয়ে সেটা বেশি করে পৌঁছক মানুষের কাছে। এদিন তিনি মঞ্চে বসেই পশ্চিমবঙ্গ পর্যটনের বিষয় ছবি ও তথ্যের সাহায্যে দর্শকদের সামনে তুলে ধরেন।

ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সাধারন সম্পাদক অমিতাভ সরকার বলেন, আমরা সত্যিই অভিভূত যে মন্ত্রী নিজে এত সময় দেওয়ার জন্য। আমরা যদি আগে থেকে জানতাম তাহলে ওনার জন্য বিশেষ ব্যবস্থা করতে পারতাম, যাতে তিনি আরঅ ভালোভাবে পশ্চিমবঙ্গ পর্যটন নিয়ে বলতে পারতেন। যেভাবে তিনি আমাদের রাজ্যের পর্যটনকে এখানে তুলে ধরেছেন তার জন্য আমরা সকলেই খুশি।

আজ থেকে শুরু হওয়া এই পর্যটন মেলায় পশ্চিমবঙ্গ পর্যটন অংশ নিয়েছে। পাশাপাশি বিহার, হিমাচল প্রদেশ ও ছত্তিশগড় পর্যটন এই মেলায় অংশ নিয়েছে। এছাড়াও যারা অংশ নিয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য অফবিট ট্যুর এন্ড ট্রাভেলস, এসপি ট্রাভেলস এন্ড কম্যিউনিকেশন, গ্রিন ভিউ হোটেল গ্যাংটক, হোতেল অ্যাপল ভিউ, সাই ট্যুরস এন্ড ট্রাভেলস, জয়গুরু ট্যুর এন্ড ট্রাভেলস, সুহানা সফর, এক্সপেডিশন ট্রাভেলস এন্ড লেজার, সিল্ক রুট টিবেট হোম স্টে, সাউদার্ন ট্রাভেলস, বাবা লোকনাথ ট্যুরিস্ট সেন্টার, এসচুয়ারিন ভিলেজ রিসর্ট,  ট্রাভেল হলিডেজ, সিমলা নেচার ভিলে সহ আরও অনেক।

Published on: জুন ১৬, ২০২৩ @ ২২:০৩


শেয়ার করুন