রতনুকে ‘রাজস্থলী’র অফিসার ইনচার্জের অতিরিক্ত দায়িত্ব

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: মার্চ ২৮, ২০২৪ at ১১:২৪

এসপিটি নিউজ, কলকাতা, ২৮ মার্চ: গুনিমানুষ যখন সম্মানিত হয় তখন তা সব দিক দিয়েই ভাল হয়। যেমনটা হয়েছে হিংলাজ দন রতনুর ক্ষেত্রে। রাজস্থান সরকারের এই আধিকারিকের কাজের প্রতি নিষ্ঠা দেখে তার উপর ভরসা করছে রাজস্থানের সরকার। আর তাই রাজস্থান সরকার আবারও তার উপর অতিরিক্ত এক দায়িত্ব তুলে দিল। রাজস্থান স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন ‘রাজস্থলী’র অফিসার ইনচার্জ-এর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল তাকে, যা নিঃসন্দেহে হিংলাজ দন রত্নুর কাছে এক বড় সম্মান।

হিংলাজ দন রতনুকে ফুলের স্তবক দিয়ে স্বাগত জানাচ্ছেন প্রকাশ চন্দ্র শর্মা

 

রাজস্থান সরকার বুধবার হিংলাজ দন রত্নুর কাছে মেট্রোপলিটন কলকাতায় অবস্থিত রাজস্থান স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন ‘রাজস্থলী’র অফিসার ইনচার্জ-এর অতিরিক্ত দায়িত্ব হস্তান্তর করেছে। প্রকাশ চন্দ্র শর্মার অবসরের কারণে, মহানগর কলকাতার দক্ষিণ পাশে অবস্থিত রাজস্থলীর অতিরিক্ত দায়িত্ব রতনুর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গিয়েছে।

বর্তমানে হিংলাজ দন রতনু কলকাতায় রাজস্থান ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন-এর অফিসার ইনচার্জ ছাড়াও রাজস্থান সরকারের তথ্য ও জনসংযোগ বিভাগের কলকাতার রাজস্থান তথ্য কেন্দ্রের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজও সামলাচ্ছেন। অত্যন্ত সুচারুভাবেই সাফল্যের সংগে রতনু তার দায়িত্ব পালন করে চলেছেন। তা রাজস্থান সরকারের নজর এড়িয়ে যায়নি। সেক্ষেত্রে প্রকাশ চন্দ্র শর্মার অবসরের কারণে হিংলাজকেই যোগ্য মনে করেছে সেরাজ্যের সরকার। আর তাই রতনুর উপরেই রাজস্থলীর দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।

এদিন রাজস্থলীতে পৌঁছলে রাজস্থান ক্ষুদ্র শিল্প নিগমের প্রকাশ চন্দ্র শর্মা সহ সমস্ত কর্মীরা তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।এই অনুষ্ঠানে রত্নু বলেন, “আমার চেষ্টা থাকবে রাজস্থান পর্যটন উন্নয়ন কর্পোরেশনের কলকাতা অফিসে পদায়নের পর, এর অগ্রগতি হয়। ইতিমধ্যেই পর্যটকদের পরিসংখ্যান (বৃদ্ধি) এবং রাজস্থান তথ্য কেন্দ্রের কাজে গতি এসেছে। একইভাবে, আমরা রাজস্থানের এই বিভাগের কাজকে প্রচার করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করব এবং রাজস্থান সরকারের অভিপ্রায় অনুযায়ী মর্যাদাপূর্ণ এই উদ্যোগ গ্রহণে কোনও কসরত রাখব না। “

Published on: মার্চ ২৮, ২০২৪ at ১১:২৪


শেয়ার করুন