উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি হলেন নারায়ণ গোস্বা্মী, সহ-সভাধিপতি বীণা মণ্ডল

Main রাজ্য
শেয়ার করুন

Published on: আগ ১৬, ২০২৩ @ ২১:১৭

এসপিটি নিউজ, বারাসত, ১৬ আগস্ট: রাজ্যের অন্যান্য জেলার মতো উত্তর ২৪ পরগণা জেলা পরিষদও গঠন হয়ে গেল। আজ বারাসতে তিতুমীর সভাগৃহে সভাধিপতি হিসাবে শপথবাক্য পাঠ করেন নারায়ণ গোস্বামী এবং সহ-সভাধিপতি হিসাবে শপথ নেন বীণা মণ্ডল। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের একাধিক মন্ত্রী ও বিধায়করা। ছিলেন বারাসত ও মধ্যমগ্রাম পুরসভার পুরপ্রধানরাও।

নারায়ণ গোস্বামী উত্তর ২৪ পরগনা জেলার সভাধিপতি হিসাবে শপথ নেওয়ায় উপস্থিত মন্ত্রী থেকে শুরু করে সকলেই তাকে স্বাগত জানান। স্বাগত জানান সহ-সভাধিপতি বীনা মণ্ডলকেও। রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ সভাধিপতি হিসাবে নারায়ণ গোস্বামীর দায়িত্ব নেওয়াকে স্বাগত জানিয়ে বলেন- “ও আমার ভাই বলুন কিংবা বন্ধু , জেলাপরিষদের সভাধিপতি হিসাবে দায়িত্ব ভালোভাবেই পালন করবে বলে আশা রাখি। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনেই জেলার উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যাবে।”

এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়, বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, দমকলমন্ত্রী সুজিত বসু, সেচমন্ত্রী পার্থ ভৌমিক, সাংসদ অর্জুন সিং, বিধায়ক তাপস রায়, তাপস চ্যাটার্জী সহ অন্যান্যরা। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম পুরসভার পুরপ্রধান নিমাই ঘোষ ও বারাসত পুরসভার পুরপ্রধান অশনি মুখার্জি সহ জেলা পরিষদের বিজয়ী সদস্যরাও।পাশাপাশি উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলার পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের বিজয়ী সদস্যরাও।

১১ আগস্ট থেকে রাজ্যে পঞ্চায়েত গঠন শুরু হয়েছিল। এরপর একে একে পঞ্চায়েত সমতির সভাপতি ও সহ-সভাপতি নিযুক্ত হয়। অবশেষে ১৬ আগস্ট উত্তর ২৪ পরগনা জেলাপরিষদের সভাধিপতি ও সহ-সভাধিপতি নিযুক্ত হলেন। এদিন বারাসতে জেলা পরিষদ ভবনের সামনে এক অস্থায়ী মঞ্চে উপস্থিত অতিথিদের সম্বর্ধিত করা হয়। সেখানে তারা তাদের বক্তব্য রাখেন। এদিন জেলা পরিষদের সভাধিপতি ও সহ-সভাধিপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে জেলার বিভিন্নপ্রান্ত বহু মানুষ সমবেত হয়েছিলেন।

Published on: আগ ১৬, ২০২৩ @ ২১:১৭


শেয়ার করুন