বাংলাদেশ উপ-হাইকমিশন প্রাঙ্গণে পালিত ‘মহান ভাষা শহিদ দিবস’

Main দেশ বাংলাদেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

উদযাপিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪’

Published on: ফেব্রু ২২, ২০২৪ at ১৯:২৫

এসপিটি নিউজ, কলকাতা, ২২ ফেব্রুয়ারি:  কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে  পালিত হলো মহান ‘মহান ভাষা শহিদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪’।

শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ

একুশের শুরুতে উপ-হাইকমিশন চত্বরে ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। পতাকা অর্ধনমিত করেন উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস। এরপর ভাষা শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন, মিশন প্রাঙ্গনে অবস্থিত বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ এবং বিশেষ মোনাজাত করা হয়। এরপর বাংলাদেশ উপ-হাইকমিশন আয়োজিত প্রভাতফেরি শুরু হয়। প্রভাতফেরিটি ৩নং সোহরাওয়ার্দী এভিনিউস্থ ‘বাংলাদেশ গ্রন্থাগার ও তথ্যকেন্দ্র’ থেকে শুরু হয়ে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং পার হয়ে এ.জে.সি বোস রোড ফ্লাইওভারের নীচের রাস্তা দিয়ে বাংলাদেশ উপ-হাইকমিশন চত্বরে এসে শেষ হয়। এ প্রভাতফেরিতে অংশগ্রহণ করেন কলকাতার কবি, সাহিত্যিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বুদ্ধিজীবীগণ এবং বাংলাদেশ উপ-হাইকমিশনের সকল কর্মকর্তা-কর্মচারিরা। প্রভাতফেরি শেষে উপ-হাইকমিশন চত্ত¡রে অবস্থিত শহিদ মিনারে ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
মহান ‘ভাষা শহিদ দিবস‘ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে কাউন্সিলর (শিক্ষা ও ক্রীড়া) রিয়াজুল ইসলাম মহামান্য রাষ্ট্রপতি, কাউন্সিলর (কনস্যুলার) এএসএম আলমাস হোসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং প্রথম সচিব (বাণিজ্যিক) মো: শামসুল আরিফ যথাক্রমে পররাষ্ট্র মন্ত্রীর বাণী পাঠ করেন।
২১শে ফেব্রুয়ারি   মহান ‘মহান ভাষা শহিদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ এর গুরুত্ব তুলে ধরতে আজ বিকেলে উপ-হাইকমিশন প্রাঙ্গণে আলোচনা সভা ও বহুভাষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিজ নিজ ভাষায় সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন

কলকাতায় চীন, জাপান, রাশিয়া, ফ্রান্স, থাইল্যান্ড এবং নেপাল কনস্যুলেট প্রতিনিধিগণ তাদের নিজ নিজ ভাষায় সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। উক্ত অনুষ্ঠানে কলকাতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশী ছাত্র-ছাত্রীরা চমৎকার সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে দর্শক শ্রোতাদের মুগ্ধ করেন।

পৃথিবীর প্রতিটি ভাষাকে রক্ষা করার দায়িত্ব সকলের-আন্দালিব ইলিয়াস

সবশেষে উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস তাঁর বক্তব্যে বলেন যে, পৃথিবীর প্রতিটি ভাষাকে রক্ষা করার, বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সকলের, তিনি বলেন ভাষা না বাঁচলে সভ্যতা বাঁচবে না। সকল ভাষার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের পাশাপাশি সকল ভাষাকে রক্ষার জন্য তিনি সকলের প্রতি অনুরোধ জানান।

Published on: ফেব্রু ২২, ২০২৪ at ১৯:২৫


শেয়ার করুন