চাকলা ধামে মঙ্গলদীপ প্রজ্জ্বলন ১৬ নভেম্বর, যোগ দিন আপনিও

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: অক্টো ৩১, ২০২৪ at ২০:৩৬
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ৩১ অক্টোবর: “যারা আমাকে লক্ষ্য করে তাদের শোক তাপের নিবারণের জন্য আসে, তাদের জন্য আমার হৃদয় আর্দ্র হয়। আর, এই হল আমার দয়া, এই দয়ায় আমার শক্তি তাদের উপর গিয়ে তাদের শোক থেকে মুক্ত করে।“ মহাযোগী বাবা লোকনাথের এই কথা আজও পরম সত্য হয়ে উঠেছে।  অসুস্থ অবস্থায় মথুরা মোহন বাবার কাছে এলে বাবা বলেছিলেন-ওরে তুই ঘরে ফিরে যা, তুই রোগ্মুক্ত হবি; আর এ জীবনে উন্নতিও করবি। পরবর্তীকালে এই মথুরা মোহন হয়েছিলেন ‘শক্তি ঔষধালয়’এর প্রতিষ্ঠাতা। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের রীতির মধ্য দিয়ে বাবার জন্মস্থান চাকলা ধামের পুন্যার্থীরা আজও সেই সত্যি উপলব্ধি করে চলেছেন একইভাবে। আগামী ১৬ নভেম্বর কার্তিক মাসে শেষ শনিবার চাকলা ধামে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত হবে।

শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম সংঘ (চাকলা ধাম) –এর বাবার মহানাম প্রচারক নবকুমার দাস সংবাদ প্রভাকর টাইমস-কে জানিয়েছেন- প্রতি বছরের মতো এবারও কার্তিক মাসের শেষ শনিবার ১৬ নভেম্বর বাবা লোকনাথের জন্মস্থান মহাতীর্থ চাকলা ধামে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত হবে। এই শুভ অনুষ্ঠানে সাধারণ মানুষ স্কলেই যোগ দিতে পারেন। প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের সূচনা হবে। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আলোকিত হবে চারিদিক। এই অনুষ্ঠানে যোগ দিতে বহু দূরদূরান্ত থেকে বাবার ভক্তরা আসেন চাকলা ধামে।

বর্তমানে চাকলা ধাম তীর্থ ক্ষেত্রের পাশাপাশি হয়ে উঠেছে একটি ধর্মীয় পর্যটন কেন্দ্র। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকলা ধাম পরিদর্শন করে গিয়েছেন। রাজ্য সরকার একাহ্নকার উন্নতির দিকে নজর দিয়েছে।

উত্তর ২৪ পরগনা জেলার সদর বারাসত মহকুমার অন্তর্গত চাকলা ধাম ঘিরে দেশ-বিদেশের লোকনাথ ভক্তদের মধ্যে ক্রমশই আগ্রহ বেড়ে চলেছে। যা ইতিমধ্যে সারা দেশের মধ্যে অন্যতম সেরা তীর্থস্থান হিসাবে পরিচিত লাভ করেছে।

Published on: অক্টো ৩১, ২০২৪ at ২০:৩৬


শেয়ার করুন