টি২০ সিরিজে নিয়ম রক্ষার ম্যাচেও অস্ট্রেলিয়াকে হারাল চ্যাম্পিয়ন ভারত

Main খেলা দেশ
শেয়ার করুন

Published on: ডিসে ৩, ২০২৩ at ২৩:৪৯

এসপিটি স্পোর্টস ব্যুরো:  এই রবিবারেই আইসিসি বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল ভারত। আজও ছিল রবিবার। তবে আজ কিন্তু ভারতকে মাথা নীচু করে মাঠ ছাড়তে হয়নি। রীতিমতো লড়াই করে বেঙ্গালুরুতে মাঠভর্তি দর্শকদের সামনে সেই অস্ট্রেলিয়াকে ৬ রানে হারিয়ে টি২০ সিরিজ জয়ের উদযাপন করল টিম ইন্ডিয়া। পাঁচ ম্যাচের সিরিজে ভারত ৪-১ ব্যবধানে হারাল অস্ট্রেলিয়াকে।

এদিন প্রথমে ব্যাট করে আট উইকেট হারিয়ে ১৬০ রান তোলে ভারত। ভারতের পক্ষে সর্বোচ্চ রান তোলে শ্রেয়স আয়ার -৫৩। এরপর ১৬১ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। কিন্তু মুকেশ কুমার এবং আরশদীপ সিং-এর দুর্দান্ত বোলিং-এর সামনে শেষ পর্যন্ত টিকে থাকতে পারল না অস্ট্রেলিয়া। এদিন মুকেশ কুমার ৩২ রান দিয়ে ৩ উইকেট তুলে নেয়। পাশাপাশি রবি বিষ্ণোই ২৯ রান দিয়ে নেয় ২টি উইকেট। গোটা সিরিজে রবি বিষ্ণোই অসাধারণ বল করেন। পাঁচ ম্যাচে রবি মোট ৯টি উইকেট নিয়েছেন। তার অসাধারণ বোলিং-এর জন্য প্লেয়ার অব দ্য সিরিজ পুরস্কার দেওয়া হয়েছে। তবে আজকের ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছেন অক্ষর প্যাটেল। ২১ বলে ৩১ রান এবং ১৪ রান দিয়ে ১টি উইকেট তুলে নিয়েছেন। এদিনের জয়ে বড় ভূমিকা পালন করেছেন অক্ষর।

ভারত অধিনায়ক সূর্য কুমার যাদব বলেছেন- প্রথম দিন থেকেই এটা একটা ভালো সিরিজ ছিল। একেবারে, আমরা নির্ভীক হতে চেয়েছিলাম এবং যখন আমরা মাঝখানে ছিলাম তখন নিজেদেরকে উপভোগ করতে চেয়েছিলাম। তাই, এটা নিয়ে খুব খুশি। আমি চিন্নাস্বামীর অনেক খেলা দেখেছি, এখানে ১৬০-১৭৫ রান তাড়া করাটা স্ত্যিই খুব কঠিন।

এদিন শেষ ওভারে বল করতে আসেন আরশদীপ সিং। তখন ৬ বলে ১০ রান দরকার ছিল অস্ট্রেলিয়ার। খেলার শেষে তিনি বলেন-“ আমি অনেক রান দিয়েছি কিন্তু ঈশ্বর আমাকে আরেকটি সুযোগ দিয়েছিলেন এবং সাপোর্ট স্টাফরা আমার ওপর বিশ্বাস করেছিল। সত্যি বলতে কি আমার মাথায় কিছুই ঢুকছিল না। সূর্য ভাই আমাকে বললেন যা হবার তাই হবে। ক্রেডিট আমাদের ব্যাটারদেরও যায়। ভারতীয় দলের মান অনুযায়ী এই বোলিং পারফরম্যান্স সমতুল্য ছিল না, কিন্তু অনেক কিছু শিখেছি কিন্তু আমি ভুল থেকে ফিরে আসব।”

Published on: ডিসে ৩, ২০২৩ at ২৩:৪৯


শেয়ার করুন