আর কত দিন চলবে এই বৃষ্টি, কি বলছে হাওয়া অফিস

Main আবহাওয়া দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: আগ ২৫, ২০২৩ @ ২২:২৮

এসপিটি নিউজ, কলকাতা, ২৫ আগস্ট: গতকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। রাজ্যের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিপাত হয়েছে। কোথজো আবার বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিও হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামিকালও এই বৃষ্টি অব্যাহত থাকবে। কোথাও বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। কেন এমন টানা বৃষ্টি শুরু হয়েছে তা নিয়েও জানিয়েছে আবহাওয়া দফতর।তবে এই বৃষ্টির তীব্রতা কমে আসবে।

হাওয়া অফিস জানিয়েছে, গোরখপুর, পাটনা, বাঁকুড়া, দীঘা এবং সেখান থেকে দক্ষিণ-পূর্ব দিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের মধ্য দিয়ে মৌসুমী বায়ু প্রবাহিত হয়েছে।এই সময় একটি ঘূর্ণিঝড় উত্তর বাংলাদেশ ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে এবং বঙ্গোপসাগর থেকে শক্তিশালী আর্দ্রতা অনুপ্রবেশ করে।ফলে পশ্চিমবঙ্গের ২৫-২৬ আগস্ট বৃষ্টিপাত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে ২৭ আগস্ট থেকে  উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে ৪বৃষ্টিপাতের তীব্রতা কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আজ ২৫ আগস্ট উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী থেকে অত্যাধিক ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আলিপুরদুয়ার, কোচবিহার জেলায়। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পাশাপাশি কোথাও আবার বজ্র বিদ্যুত-এর সম্ভাবনা আছে।

২৬ আগস্ট বৃষ্টির তীব্রতা অনেকটাই কমবে। এদিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পাশাপাশি বজ্র বিদ্যুৎ-এর সম্ভাবনা আছে। আলিপুরদুয়ার এবং কোচবিহার-এ ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে বাকি সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। ২৭ আগস্ট সকাল সাড়ে আটটা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আছে। এরপর ধীরে ধীরে বৃষ্টির সম্ভাবনা কমার সম্ভাবনা আছে।

Published on: আগ ২৫, ২০২৩ @ ২২:২৮


শেয়ার করুন