বয়স্কদের যত্ন নেওয়া- এক নয়া পরিষেবা শুরু করেছে 911i

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: ফেব্রু ৭, ২০২৪ at ২১:৩১

Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ৬ ফেব্রুয়ারি: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বয়স্ক মানুষদের অসহায়তা বেরে যায়। এমন অনেক পরিবার আছে যেখানে এই সমস্ত বয়স্ক মানুষদের দেখভালের লোক পর্যন্ত থাকে না। ছেলে-মেয়েরা কাজ কিংবা বিবাহের সূত্রে আলাদা থাকে। ফলে সেই সমস্ত বয়স্ক মানুষরা খুবই অসহায় হয়ে পড়ে।তাদের যাতে আর অসহায় বোধ না হয় এবং তাদের যাতে শারীরিক সুস্থতা বজায় থাকে তা দেখার জন্য বলা যেতে পারে বয়স্কদের প্রতি যত্ন নিতে এক অভিনব পরিষেবা শুরু করেছে 911i নামে একটি সংস্থা। গোটা বিষয়টি নিয়ে এসছেন টাফি’র ন্যাশনাল কমিটির সদস্য অনিল পাঞ্জাবি।পর্যটনের পাশাপাশি সামাজিক সহায়তা প্রদান সহ একাধিক উন্নয়নমূলক কাজে নেতৃত্বদানের জন্য তাকে ‘বেস্ট হাবিবি’ সম্মানে পুরস্কৃত করে কলকাতার সুপরিচিত পর্যটন সংস্থা ‘চাঁদনি ট্রাভেলস’।

911i –এর পক্ষে অনিল পাঞ্জাবি বলেন- তাদের এই সংস্থাটি সাধারণ মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে সহায়তা করবে। ইতিমধ্যে তারা ব্রিটিশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ ক্রিকেট টুর্নামেন্ট-এ খেলোয়াড়দের মেডিকুয়লা সহায়তায় কাজ করেছে। মাঠে সঠিক সময় পৌঁছে গিয়ে তাদের প্রাথমিক চিকৎ্সার ব্যবস্থা করে সকলের নজর কেড়েছে। তাদের এই ভূমিকা সকলের প্রশংসাও কুড়িয়েছে।

তবে তাদের সবথেকে গুরুত্বপূর্ণ পরিষেবা হল ‘এলডার কেয়ার’ অর্থাৎ বয়স্কদের যত্ন নেওয়া। এজন্য তারা কিছু ব্যবস্থা রেখেছে। যেখানে সেইসব বয়স্ক মানুষরা একা থাকলেও তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদানে এগয়ে আসবে এই সংস্থাটি। যে ধরনের সহায়তা দেবে তা হল- হোম ভিজিট, মেডিসিন ডেলিভারি, সাহচর্য, ব্যাঙ্কিং, বিল পেমেন্ট, হাঁটার জন্য আউট গ্রহণ, যেকোন বাইরের চিকিৎসা বা চিকিৎসার উদ্দেশ্যে পরিদর্শনের জন্য সঙ্গী, মানসিক স্বাস্থ্যের দেখাশোনা, নিয়মিত ওষুধে সাহায্য করুন, দৈনন্দিন জীবনের ঝামেলায় সাহায্য করা এবং ডায়েটের সাথে অনুসরণ করা।কারণ, বহু পরিবারে এমন বহু বয়স্ক মানুষ আছেন যাদের দেখভালের লোক নেই। সামান্য কাজ করতে গেলেও তাদের ভাবতে হয়। তাদের জন্য এই সংস্থাটি এগিয়ে এসেছে।

বয়স্কদের চিকিৎসা পরিষেবায় সহায়তা প্রদানের জন্য 911i সংস্থাটি তিন ধরনের নার্সিং পরিষেবা দিচ্ছে। প্রথম- ‘জেনারেল নার্সিং এবং মিডওয়াইফারি’ (জিএনএম নার্স) , দুই- অক্সিলিয়ারি নার্স এন্ড মিডওয়াইফ(এএনএম নার্স) এবং তিন- সিজি নার্স। এই তিন ধরনের নার্সের পরিষেবা দেওয়ার রেট ভিন্ন। সবচেয়ে বেশি প্রথম ধরনের নার্সের।তারা মোট ৩৪টি পরিষেবা প্রদান করবে। দ্বিতীয় ধরনের নার্স অর্থাৎ এএনএম নার্স ২৬ ধরনের পরিষেবা প্রদান করবে এবং সিজি নার্স মোট ১০ ধরনের পরিষেবা প্রদান করবে।

Published on: ফেব্রু ৭, ২০২৪ at ২১:৩১


শেয়ার করুন