Published on: জুন ১৪, ২০১৮ @ ১৬:৫৫
এসপিটি স্পোর্টস ডেস্কঃ এর আগে উত্তর আমেরিকার দুই দেশ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছিল। আমেরিকা ও মেক্সিকো। এবার এই দুই দেশের সঙ্গে বিশ্বকাপ আয়োজনের যৌথ দায়িত্ব পেল উত্তর আমেরিকার তিনটি দেশ আমেরিকা-মেক্সিকো-কানাডা।বিশ্বকাপ আয়োজনের প্রথম দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত কানাডা।মস্কোতে ফিফা কংগ্রেসের অধিবেশনে মরক্কোকে হারিয়ে এই তিন দেশ ছিনিয়ে নিল ২০২৬ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব।
এর আগে ১৯৭০ ও ১৯৮৬ সালে মেক্সিকো ও ১৯৯৪ সালে বিশ্বকাপের আয়োজন করেছিল আমেরিকা।২০১৫ সালে মহিলা বিশ্বকাপের আয়োজন করেছিল কানাডা। এবার তিন দেশ যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল। ২০২৬ সালের বিশ্বকাপে মোট ৪৮টি দল অংশ নেবে।
মোট ১৬টি শহরে অনুষ্ঠিত হবে ম্যাচগুলি। যার মধ্যে আমেরিকার মধ্যে থাকছে ১০টি শহর। বাকিগুলি মেক্সিকো ও কানাডার। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে।যেখানে দর্শক সংখ্যা ৮৪ হাজার ৯৫৩।
২০১৮ ফিফা বিশ্বকাপের আয়োজন করেছে রাশিয়া। কিন্তু তারা বড় মাপের সেই ধরনের বিজ্ঞাপন যোগাড় করতে ব্যর্থ হয়েছে। সেদিক থেকে ২০২২ সালের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়া কাতার আরও বেশি বিজ্ঞাপন যোগাড়ের প্রতিশ্রুতি দিয়েছে ফিফাকে।
ফিফা বিষয়টি নিয়ে বেশ চিন্তিত। মস্কোর অধিবেশনে সেকথা উল্ল্যেখ করে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো সরাসরি বলেই ফেলেন, ২০১৬ সালে তিনি যখন দায়িত্বে আসেন তার আগে এই সংস্থাটি ছিল একপ্রকার “ক্লিনিক্যালি ডেড”।সেই জায়গা থেকে ফিফার আয় বাড়ানো হয়েছে। ইনফ্যান্তিনো বিশ্বাস করেন “ইউনাইটেড ২০২৬” অনেক বেশি লাভজনক হবে। ১৪ বিলিয়ন ডলার আয় হবে যার মধ্যে ফিফার রাজস্ব আদায় হবে ১০.৩বিলিয়ন ডলার। যেখানে মরক্কো দেখিয়েছিল ৭.২ বিলিয়ন ডলার রাজস্ব আদায়ের মধ্যে ফিফার থাকবে ৫ বিলিয়ন ডলার।
Published on: জুন ১৪, ২০১৮ @ ১৬:৫৫