২০১৮ ফিফা বিশ্বকাপঃ লুঝনিকিতে আজ মুখোমুখি স্পেন-রাশিয়া

খেলা বিদেশ
শেয়ার করুন

Published on: জুলা ১, ২০১৮ @ ১৫:১৩

এসপিটি স্পোর্টস ডেস্কঃ প্রথম কোয়ার্টার ফাইনালের দু’টি দল নির্ধারিত হয়ে গেছে গতকাল। উরুগুয়ে মুখোমুখি হবে ফ্রান্সের। আজ আবার হতে চলেছে আর এক দ্বৈরথ। যেখানে মুখোমুখি হতে চলেছে স্পেন-রাশিয়া। ভারা ও নামে স্পেন শক্তিশালী হলেও আয়োজক দেশ হিসেবে রাশিয়া যে ছেড়ে কথা বলবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আসুন একবার দেখে নেওয়া যাক এই ম্যাচের নানা খুঁটিনাটি দিকগুলি।

কোথায় হতে চলেছে ম্যাচ

মস্কোতে অবস্থিত লুঝনিকি স্টেডিয়ামটি সবচেয়ে দর্শনীয়। এখানেই অনুষ্ঠিত হবে ২০১৮ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ।মস্কোভা নদীর ধারে অবস্থিত এই স্টেডিয়াম। এখানে আসন সংখ্যা ৮১ হাজার।স্টেডিয়ামটির মাথায় সম্পূর্ণ আচ্ছাদনে ঢাকা।

ম্যাচ পরিচালনার দায়িত্বে

আজকের ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকছেন নেদারল্যান্ডের রেফারি কুপার্স জোর্ন। সনজ্ঞে সহযোগীর দুই রেফারি স্বদেশীয় ভ্যান রোকেল স্যানডার ও জিন্সট্রা এরুইন।চতুর্থ রেফারি ফ্রান্সের তারপিন ক্লেমেন্ট।ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি থাকছেন নেদারল্যান্ডের ম্যাকিলি ড্যানি। তাঁকে সহযোগিতা করবেন জার্মানির বর্শ মার্ক, জায়ার ফেলিক্স, পোল্যান্ডের গিল পাওয়েল।

স্পেনের পক্ষে-বিপক্ষে

গ্রুপ ম্যাচে অপরাজিত থেকে তারা শেষ ১৬-ইয় উঠেছে। একমাত্র পর্তুগালের সঙ্গে তারা ড্র করে। বাকি দুটি ম্যাচ মরক্কো ও ইরানের বিরুদ্ধে তারা জেতে।তবে আয়োজক দেশের বিরুদ্ধে তাদের রেকর্ড খুব ভাল নয়। তাছাড়া এবার তাদের প্রতিযোগিতার অন্যতম সর্বোচ্চ গোলদাতার মুখোমুখি হতে হবে। তাছাড়া স্পেনের ডিফেন্স নিয়ে কিন্তু একটা চিন্তা থেকে যাচ্ছে, যা বুঝতে পারছেন তাদের ম্যানেজার হিয়েরো।

রাশিয়ার পক্ষে-বিপক্ষে

গ্রুপ ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে দারুন শুরু করলেও শেষ ম্যাচে খুব বাজেভাবে তারা উরুগুয়ের কাছে ৩-০ গোলে হেরে যায়। এটা তাদের কাছে চিন্তার বিষয়। তাছাড়া গোল নষ্টের দিকটাও তাদের ভেবে দেখতে হবে।

জানেন কি?

সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার ১১,৭০৪দিন বাদে বিশ্বকাপে নক-আউট পর্বে খেলতে নামছে রাশিয়া। তারা শেষ নক-আউট পর্বের ম্যাচ খেলেছিল ১৯৮৬ সালের ১৫জুন। সেই ম্যাচে তারা বেলজিয়ামের কাছে ৩-৪ গোলে পরাজিত হয়েছিল।স্পেনও আট বছর বাদে (২৯১২দিন) নক-আউট পর্বের ম্যাচ খেলতে নামছে।

স্পেনের নজর কাড়া খেলোয়াড়

গোলে-ডেভিড দি গিয়া (জার্সি-১, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড)

ডিফেন্সে-ডয়ানিয়েল কার্ভাজাল(জার্সি-২, রিয়েল মাদ্রিদ), জেরাড পিকে(জার্সি-৩, বার্সেলোনা), সের্জিও র‍্যামোস(জার্সি-১৫, রিয়েল মাদ্রিদ), জর্ডি আলবা(জার্সি-১৮, বার্সেলোনা)

মিডফিল্ডার-সের্জিও বাস্কুয়েস্ট (জার্সি-৫, বার্সেলোনা), কোকে (জার্সি-৮, আটলাটিকো মাদ্রিদ), আন্দ্রে ইনিয়েস্তা (জার্সি-৬, বার্সেলোনা), ইসকো-(জার্সি-২২, রিয়েল মাদ্রিদ)

ফরোয়ার্ড-দিয়েগো কোস্তা (জার্সি-১৯, আটলাটিকো মাদ্রিদ), লাগু আসপাস (জার্সি-১৭, সেলটা ভিগো)

রাশিয়ার নজর কাড়া ফুটবলার

গোলকিপার- ইগর আকিনফিভ (জার্সি-১) ডিফেন্সে-ইউরি ঝিরকোভ (জার্সি-১৮), মিডফিল্ডে-চেরিশেভ(জার্সি-৬), অ্যানটন মিরানচুক(জার্সি-১৬), আলেক্সান্ডার গোলোভিন(জার্সি-১৭), ফরোয়ার্ডে-স্মোলোভ(জার্সি-১০)।

Published on: জুলা ১, ২০১৮ @ ১৫:১৩

 

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 6