
এস পি টি নিউজ,হাওড়া,১২ই জানুয়ারী ২০১৮- শুক্রবার সারা দেশের সঙ্গে এই রাজ্যের বিভিন্ন প্রান্তে শ্রদ্ধার সঙ্গে পালিত হল স্বামী বিবেকানন্দের ১৫৬তম জন্ম জয়ন্তী। এদিন স্বমীজির জন্ম জয়ন্তীর পাশাপাশি দিনটিকে ৩৪ তম যুব দিবস হিসাবে ও পালন করা হয়। এদিন হাওড়ার বেলুড় মঠে সকাল থেকেই বিবেকান্দের জন্ম জয়ন্তী উপলক্ষে ভক্তদের ভীড় ছিল চোখে পড়ার মত। পাশাপাশি এদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সংগঠনের পক্ষ থেকেও স্বামীজির প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রা করে বেলুড় মঠে আসে। এদিন এই উপলক্ষে বেলুড় মঠে পূজা পাঠ ছাড়াও নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিন বেলুড় ছাড়াও রাজ্যের বিভিন্ন জেলায় স্বামীজির জন্ম জয়ন্তী উপলক্ষে প্রভাতে ফেরী,সাংস্কৃতিক প্রতিযোগিতা,ধর্মীয় অলোচনা. বিবেকানন্দ মেলার আয়োজন করা হয়।