Published on: আগ ২৪, ২০২০ @ ২৩:২২
Reporter: Biswajit Pande
এসপিটি নিউজ, ঝাড়গ্রাম, ২৪ আগস্ট: সরকার যায় সরকার আসে তাতে সাধারণ মানুষের দুর্ভোগ এতটুকু কমে না। তা সে বাম কিংবা দান যে দলই হোক না কেন পরিস্থিতি একই থেকে যায় ঝাড়গ্রাম জেলার লালগড় থানার বৈতা অঞ্চলের বালিশিরা গ্রামে। বর্ষা এলে আজও তাদের সমানভাবে দুর্ভোগ পোহাতে হয়। একদিন ঠাকুর্দা ভোগ করেছে। পরে বাবা করেছে। এখন ছেলের জমানাতেও পরিস্থিতি যে কে সেই রয়ে গিয়েছে। সেই জল বন্দি রাস্তা পেরিয়েও যেতে হচ্ছে গ্রামবাসীদের। স্বাধীনতার ৭৩ বছর পরেও বদলায়নি ছবি।
কংসাবতী নদীর তীরবর্তী বালিশিরা গ্রামটিতে ২০০ টিরও বেশি পরিবার বসবাস করেন। ওই গ্রামে যাওয়ার ও আসার একমাত্র রাস্তা সব সময় জলে ডুবে থাকে। যার ফলে বর্ষাকালে চরম সমস্যার মধ্যে পড়তে হয় গ্রামবাসীদের। কখনো কখনো এক কোমর জল পেরিয়ে গ্রামে যাতায়াত করতে হয়। বহুবার স্থানীয় পঞ্চায়েত প্রধানকে ও ব্লক প্রশাসনকে জানিয়েও রাস্তা তৈরির কাজ হয়নি।তাই চরম সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন ওই এলাকার বাসিন্দারা।
গ্রামবাসীরা বলেন ৩৪ বছর বাম সরকারের আমলে প্রশাসনের কাছে বলে বলে কোনও কাজ হয়নি। রাজ্যে পরিবর্তনের পর তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় য়াসার পরেও পরিস্থিতি যেকেসেই রয়ে গিয়েছে। গ্রামের মানুষের খেদ-স্বাধীনতার ৭৩ বছর পরেও পরাধীনতার হাত থেকে তারা এখনো মুক্ত হয়নি। পরাধীন ভারতে তারা বসবাস করছেন।একদিকে নদী ভাঙনে তলিয়ে যাচ্ছে বসতবাড়ি অন্যদিকে গ্রামে যাওয়ার একমাত্র রাস্তা জলের তলায়, এভাবেই দিন কাটাচ্ছেন বালিশিরার মানুষ।
Published on: আগ ২৪, ২০২০ @ ২৩:২২