“সেফ ড্রাইভ সেভ লাইফ” : দুর্ঘটনায় মৃত্যুর হার কমেছে রাজ্যে, দাবী মন্ত্রী অরূপ বিশ্বাসের

দেশ রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতাঃ অর্পণ চক্রবর্তী

এসপিটি নিউজ, দুর্গাপুর : সঠিকভাবে গাড়ি চালানো আর পথচারীদের জীবন রক্ষার কথা মাথায় রেখে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি পালন করছে রাজ্য। আর তাতে ফলও মিলছে।আজ বুধবার দুর্গাপুর নগর নিগম আয়োজিত এই কর্মসূচীর অন্তর্গত এক মোটরবাইক র‍্যালীর উদ্বোধন করে এমন কথাই শোনালেন রাজ্যের যুবকল্যান ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।তিনি বলেন- রাজ্যে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচীতে দুর্ঘটনা ও তাতে মৃত্যুর হার কমেছে অন্তত ২০%,  দুর্ঘটনায় মৃত্যুর হার কমার ক্ষেত্রে পাঞ্জাবের পরেই রাজ্যের স্থান।দুর্গাপুরের বিধাননগরের সেক্টর ২সি ময়দানে আয়োজিত এই অনুষ্ঠানে মন্ত্রী অরূপ বিশ্বাস ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, দুর্গাপুরের মহানাগরিক দিলীপ অগস্তি, আসানসোলের মহানাগরিক জিতেন্দ্র তেওয়ারী, মহকুমাশাসক শঙ্খ সাঁতরা, ডিসিপি ( পুর্ব ) অভিষেক মোদী সহ নগরনিগমের পুরমাতা ও পুরপিতারা ।
মন্ত্রী অরূপ বিশ্বাস জানান যে এই কর্মসূচীতে ইতিমধ্যেই আসানসোল পুরসভা দশ হাজার হেলমেট প্রদান কর্মসূচী গ্রহণ করেছে। মন্ত্রী দুর্গাপুরের মহানাগরিককেও অনুরুপ কর্মসূচী গ্রহণ করতে অনুরোধ জানান। মহানাগরিক দিলীপ অগস্তি মন্ত্রীর অনুরোধে সম্মতি জানিয়ে হেলমেট দেওয়ার অঙ্গীকার করেন।
এই বাইক র‍্যালী বিধাননগর থেকে শুরু হয়ে ফুলঝোড়, ভগৎ সিং মোড়, চন্ডীদাস হয়ে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে এসে শেষ হয় ।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 3 = 6