সিপিআই রাজ্য সম্পাদক প্রবোধ পান্ডার মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিকমহল

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                ছবি-রামপ্রসাদ সাউ

Published on: মার্চ ১, ২০১৮ @ ০০:০১

এসপিটি নিউজ, মেদিনীপুর, ২৮ ফেব্রুয়ারিঃ মঙ্গলবার ভোরেই কলকাতায় সিপিআই রাজ্য কমিটির সম্পাদক প্রবোধ পান্ডা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ রাজ্যের রাজনৈতিক মহল।এদিন দলমত নির্বিশেষে তাঁর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে যান সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। মেদিনীপুর শহরের পদ্মাবতী শ্মশান ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

দলের রাজ্য কমিটির সদর কার্যালয় কলকাতায় ভূপেশ ভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বুধবার কলকাতা থেকে মেদিনীপুরে দলের কার্যালয়ে প্রবোধবাবুর মরদেহ নিয়ে আসা হয়। সেখানে সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।প্রবোধবাবুর মৃত্যুতে দলের অপূরনীয় ক্ষতি হল বলে জানান দলের জেলা সম্পাদক সন্তোষ রানা।

তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি বলেন, প্রবোধবাবুর মৃত্যু রাজনৈতিক মহলে অনেক ক্ষতি হল। মতাদর্শ আলাদা হলেও তাঁর সঙ্গে অনেক বিষয় নিয়ে কথা হত। তিনি প্রবোধবাবুর পরিবারকে সমবেদনা জানিয়ে তাঁর আত্মার শান্তি কামনা করেন।

কংগ্রেস নেতা তীর্থংকর ভকত বলেন, প্রবোধবাবু ভাল মানুষ ছিলেন। তিনি বামপন্থী আদর্শে বিশ্বাসী হলেও সকলের সঙ্গে মিশতেন ও কথা বলতেন। প্রবোধবাবুর মৃত্যু রাজনৈতিকভাবে এক শূন্যতার সৃষ্টি করল। সিপিএম নেতা কীর্তি দে বক্সি বলেন, প্রবোধবাবু মৃত্যুর দিন পর্যন্ত বামপন্থী মতাদর্শে অবিচল ছিলেন।ওনার আদর্শ সারা জীবন মনে রাখব। তাঁর মৃত্যুতে বামপন্থী আন্দোলনের অনেক ক্ষতি হয়ে গেল। একই সুর শোনা যায় এসইউসি নেতা অমল মাইতির গলাতেও।

মেদিণিপুরে দলীয় কার্যালয়ে এক ঘণ্টা রাখা হয়েছিল তাঁর মরদেহ। সেখানেই সকলে তাঁকে শেষ শ্রদ্ধা জানান। শেষে পদ্মাবতী শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

Published on: মার্চ ১, ২০১৮ @ ০০:০১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 75 = 81