Published on: অক্টো ২১, ২০১৮ @ ১৮:৪৯
এসপিটি নিউজ ডেস্কঃ সাম্প্রতিককালে এমন রেকর্ড ভারতের কোথাও সম্ভবত নেই। সাইবাবার শতবর্ষ সমাধি উদযাপন বর্ষে মাত্র তিনদিনেই ভক্তরা বাবাকে নিজেদের সাধ্যমতো উজাড় করে দিলেন। কেউ দিলেন টাকা কেউবা দিলেন সোনা-রূপো। এছাড়া আরও কত কী! মাত্র তিনদিনে শিরডির সাইবাবার মন্দির কোষাগারে জমা পড়ল ৫ কোটি ৯৭ লক্ষ টাকা। যা সাম্প্রতিককালে এক রেকর্ড।
মাত্র তিন দিনে সাইবার মন্দিরে জমা পড়ল প্রায় ছয় কোটি টাকা। কর্মীরা বিশাল ঘরে বসে সেই টাকার হিসাব করে চলেছেভ।১৯১৮ সালের ১৫ই অক্টোবর সাইবাবার তিরোধান হয়। সেই দিনটি ছিল দশমী। সেই মতো এই বছর বাবার তিরোধানের শতবর্ষ পূর্তি। ভক্তদের ঢল নেমেছিল মহারাষ্ট্রের শিরডিতে সাইবাবার মন্দিরে। জানা গেছে, মন্দিরে তিনদিনে মোট তিন লক্ষেরও অধিক ভক্তের সমাগম হয়েছিল।
জি টিভির সঙ্গাব্দ অনুযায়ী এবছর ১ কোটি ২৬ লক্ষ টাকা অতিরিক্ত জমা হয়েছে মন্দিরের কোষাগারে। মন্দিরের দান বাক্সে ভক্তরা ২ কোটি ৫২ লক্ষ ৯৮ হাজার টাকা জমা করেছেন।মন্দিরে ফুল দিয়ে সাজানোর জন্য ভক্তরা দান করেছেন ৩৫ লক্ষ টাকা। অনলাইন এবং মানি অর্ডার মারফত ভক্তরা দান করেছেন ১ কোটি ৪১ লক্ষ ৩৪ হাজার টাকা।
Published on: অক্টো ২১, ২০১৮ @ ১৮:৪৯