রামের পুজো সারলেন রাজ্যের কৃষিমন্ত্রী, ফুল অর্পন করলেন বজরঙ্গবলীর পায়ে

ধর্ম রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-পরিতোষ সাহা

Published on: এপ্রি ১৪, ২০১৯ @ ২০:০৮

এসপিটি নিউজ, সিউড়ি, ১৪ এপ্রিলঃ গত ২৪ ঘণ্টায় সিপিএম-বিজেপি-তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের বক্তব্যের দিকে তাকানো যাক।

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন-“ঠেলায় পড়ে এখন তৃণমূল কংগ্রেসকেও রামনবমী পালন করতে হচ্ছে। দু’দিন পর দেখবেন সিপিএমও করছে।”

তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন-“আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না। করার প্রয়োজনও হয় না।”

সিপিএম সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন-“বিজেপি ও তৃণমূল কংগ্রেস হল একে অপরের পরিপূরক। দুই দলই ধর্ম নিয়ে রাজনীতি করছে।”

বিজেপি রা্মনবমী পালন করবে এতে আশ্চর্যের কিছু নেই। কাল তো খড়্গপুরে দিলীপ ঘোষ লাঠি খেলাও দেখিয়েছেন। আখরায় গিয়ে অস্ত্র গ্রহণ করেছেন। কিন্তু যা ছবি প্রকাশ্যে আসতেই প্রশ্ন উটতে শুরু করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি মিটিং-এ বলছেন তাদের কাছে সব ধর্মই সমান। তার ধর্ম নিয়ে কখনো রাজনীতি করেন না। অথচ বীরভূম জেলার রামপুরহাটে দেখা গেল একেবারে অন্য ছবি।

সেখানে দেখা গেল প্রকাশ্য রাস্তায় রামের পুজো সারলেন রাজ্যের কৃষিমন্ত্রী আশীষ বন্দ্যোপাধ্যায়। একজন মন্ত্রী পুজো করতেই পারেন তাতে আশ্চর্যের কিছু নেই। কিন্তু এলাকার মানুষ এখন প্রশ্ন তুলতে শুরু করেছেন- তারা আশীষবাবুকে আগেও দেখেছেন। আগে এভাবে রাস্তায় দাঁড়িয়ে রামের পুজো করতে তাঁকে খুব বেশি দেখা যায়নি। এদিন তো রামের পূজোই শুধু দেননি। বজরঙ্গবলীর মন্দিরে গিয়ে সেখানেও হাত জোর করে পূজার্চনাও করেছেন। হনুমান চালিশা পাঠের পর বজরঙ্গবলীর পায়ে ফুলও চড়িয়েছেন।

এখন রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে- তবে কি দিলীপ ঘোষের কথাই ফলছে-“ঠেলায় পড়ে তৃণমূলও এখন রামের পুজো করতে শুরু করেছে।” আর তা নিয়ে মিলে যাচ্ছে সিপিএম নেতা সীতারাম ইয়েচুরির কথাও-“বিজেপি-তৃণমূল একে অপরের পরিপূরক।” রাজনৈতিক মহল বলছে-“এখন তো চলছে কে কত বড় রাম ভক্ত তার প্রতিযোগিতা।”

Published on: এপ্রি ১৪, ২০১৯ @ ২০:০৮


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 59 = 69