“হিন্দিতে ওরা কী যেন বলে ভাজপা না বাজপা ভগবান জানে!ওটা আজ ওয়াশিং পাউডার মেশিন হয়ে গেছে।”-মমতা
“বিজেপি পার্টি এখন ভারতীয় জাঙ্ক পার্টি হয়ে গেছে।”-মমতা
এসপিটি নিউজ, রানাঘাট, ১১ জানুয়ারি: সোমবার রানাঘাটের দলীয় জনসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে জানিয়ে দিলেন যে সোনার বাংলা তৈরি হয়ে গেছে। বাংলা এখন বিশ্ব বাংলা হচ্ছে।একই সঙ্গে বিজেপিকে উদ্দেশ্য করে এদিন তিনি কটাক্ষ করেন। বলেন- “হিন্দিতে ওরা কী যেন বলে ভাজপা না বাজপা ভগবান জানে!ওটা আজ ওয়াশিং পাউডার মেশিন হয়ে গেছে।”
সোনার বাংলা হয়ে গেছে- মমতা
বিজেপি প্রায় প্রতিটি জনসভায় বলছে যে ক্ষমতায় এলে তারা বাংলাকে সোনার বাংলা বানাবে। বিজেপির সেই কথার রেশ টেনে মমতা এদিন বলেন- ওরা(বিজেপি) বলছে যে বাংলায় কিছু হয়নি। ক্ষমতায় এলে ওরা সোনার বাংলা গড়বে। বাংলায় সোনার বাংলা তৈরি করতে কিছু আর বাকি আছে কী! আমি বলি- সোনার বাংলা অলরেডি তৈরি হয়ে গেছে। এই বাংলা এখন বিশ্ব বাংলা হচ্ছে।”
“তোমরা মিথ্যে কথার অমাবস্যা।”-মমতা
এখানে না থেমে বিজেপির স্থানীয় মানুষের বাড়িতে আতিথ্য গ্রহণের বিষয়টিকে বিদ্রুপ করে তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন- “বন্ধু, আমিও কখনও খনও গরিব মানুষের বাড়ি যাই, চায়ের দোকানে যাই, রাস্তার ধারে খাবারের দোকানে যাই। কিন্তু নাটক করি না। ধুলো অবস্থায় যাই। দরকার পড়লে ধুয়ে নি। আর এরা সেজেগুজে ফাইভ স্টারের খাবার নিয়ে প্রাইভেট প্লেনে চেপে এসে খেতে বসছে। আর হিমালয়ান জলের বোতল পাশে নিয়ে বসছে। আর আমি দেখুন বাংলার তৈরি প্রাণধারা জলের বোতল সঙ্গে নিয়ে ঘুরি। তৃষ্ণা মেটাতে এই বোতলের জল খাই। দাম মাত্র ছয় টাকা। আপনারা সকলেই এই জল কিনতে পারবেন।”
এরপর মমতা বিজেপিকে কটাক্ষ করে বলেন- “এত সহজ, জিন্দেগি এত সহজ নয় রে ভাই! জিন্দেগির কামিয়াবি করবার জন্য রাস্তার ধুলোতে নামতে হয়। রাস্তার ধুলো তোমাদের গায়ে লাগে না। তোমরা মানুষ খুন করে কালিমালিপ্ত হও। তোমরা মিথ্যে কথার অমাবস্যা।”
বিজেপিকে মমতার তোপ
বিজেপিতে যোগদান নিয়েও মমতা তোপ দাগেন। এর আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি নাড্ডা তৃণমূল কংগ্রেসকে ‘চালচোর’, ‘আলুচোর’, ‘ত্রিপলচোর’ বলে কটাক্ষ করেছিল। এদিন মমতা তার পাল্টা দেন। মমতা বলেন- ইডি,সিবিআই-এর ভয় দেখিয়ে বিজেপিতে যোগ দেওয়াচ্ছে। যদি টাকা রাখতে চাও তাহলে বিজেপিতে যোগ দাও। যদি কালো টাকা সাদা করতে চাও তাহলে বিজেপিতে যোগ দাও। যদি দু’নম্বরি করতে চাও তাহলে বিজেপিতে যোগ দাও। বিজেপি পার্টি এখন ভারতীয় জাঙ্ক পার্টি হয়ে গেছে। ডাস্টবিনের মধ্যে সমস্ত ময়লা ফেলে দিচ্ছে। কাউকে টাকা দিয়ে কিনছে আর কাউকে ভয় দেখিয়ে নিচ্ছে। আর যত আবোল-তাবোল, অকথ্য-কুকথ্য, অন্ড-গন্ড, অকল্পনীয়-কুকল্পনীয় সব সকাল থেকে উঠে তিলক কেটে বেরিয়ে পড়ছে।”