রাতের মুম্বইয়ে একেবারে অন্য মুডে হার্দিক, ক্যামেরা দেখে নিজেকে আড়াল করার চেষ্টা এলীর

দেশ বিনোদন
শেয়ার করুন

Published on: মার্চ ২৭, ২০১৮ @ ১৫:২৯

এসপিটি ফিল্ম ডেস্কঃ বেশ কিছুদিন ধরে ভারতীয় দলের নির্ভরযোগ্য ক্রিকেটার হার্দিক পান্ডিয়ায় সঙ্গে সুইডিশ তরুণী এলী এভরাম সম্পর্ক নিয়ে জল্পনা শোনা যাচ্ছিল। সেই জল্পনা আরও জোরালো হয়ে উঠল দু’জনের ছবি একসঙ্গে দেখতে পাওয়ার পর।

মুম্বইয়ের একটি সেলুনে এই দুই সেলিব্রিটিকে এক সঙ্গে দেখা গেছে।হার্দিক ও এলীর সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে যখন হার্দিকের ভাইয়ের বিয়ের আসরে দেখা গেছিল এলীকে। এর পর থেকেই এদের দু’জনের সম্পর্ক নিয়ে চর্চা আরও জোরদার হয়ে ওঠে। কিন্তু হার্দিক কিঙ্গাব এলী কেউ কিন্তু দু’জনের সম্পর্কে বিষয়টি খোলাখুলি এখনও পর্যন্ত জানাননি। মুম্বইয়ের এই সেলুনে হার্দিক ও এলী পৌঁছেছে এই খবর পাওয়া মাত্রি মুম্বইয়ের ফোটোগ্রাফাররা সেখানে চলে যায়।

ফটোগ্রাফারদের দেখা মাত্রই এলী কিন্তু সঙ্গে সঙ্গে গাড়ির ভিতর গিয়ে বসে। তারপর তিনি তার চেহারা আড়াল করার চেষ্টা করতে থাকে।যদিও দু’জনের কেউই ক্যামেরার সামনে থেকে আড়াল করতে পারেনি। মুহূর্তের মধ্যে ধরা পড়ে যায় হার্দিকের সঙ্গে কে আছেন।

হার্দিক তো জানে না তবে এলীকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনও উত্তর না দিয়ে এড়িয়ে যান। কারণ তিনি জানেন অনেক আগে থেকেই এই বিষয়টি নিয়ে চর্চা চলছে। এলি বিষয়টিকে এইভাবে ব্যাখ্যা করেন যে যখন কেউ অস্থির হয়ে ওঠে তখন মানুষ তাদের সম্পর্কে কিছু বলে যাতে তারা তাদের মধ্যে কোনও পার্থক্য না করে। হার্দিক পান্ডার ব্যাপারে বললে, তিনি এই বিষয়ে কিছুটা চিৎকার করে বলেন।

হার্দিক এই মুহূর্তে ভারতীয় দলের এক নির্ভরযোগ্য ক্রিকেটার। তিনি চান, এই বিষয়টি এমন কোনও বিষয় নয় যে এখনই এটা নিয়ে প্রেসের সামনে আসতে হবে। আবার একইভাবে এ্লীও তেমনই। তিনি একজন সুইডিশ তরুণী। তিনি ভারতে এসেছেন মডেলিং করতে। একই সঙ্গে তিনি ভারতীয় ফিল্মে কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এলিকে ইতিমধ্যে টিভি শো-তে দেখা গেছে। কমেডি শো-তে তাকে অভিনয় করতেও দেখা গেছে। এই মুহূর্তে তারা দু’জনে বিষয়টি সামনে নিয়ে আসতে চাইলেও এই মুহূর্তে কিন্তু হার্দিক-এলির বিষয়টি কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যমে মুখরোচক খবর। সে বিষয়ে কোনও সন্দেহই নেই।

Published on: মার্চ ২৭, ২০১৮ @ ১৫:২৯

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

24 − = 17