Published on: জানু ৩১, ২০২২ @ ১৯:৫৮
এসপিটি নিউজ, কলকাতা, ৩১ জানুয়ারি: আজ নবান্নে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন আগামী ৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে সমস্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় সহ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। স্কুলে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের স্কুলে আসার অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি সমস্ত সরকারি ও বেসরকারি অফিস প্রতিষ্ঠানে ৭৫ শতাংশ কর্মী নিয়ে কাজ করার অনুমতি দিয়েছেন। কি বলেছেন তিনি শুনে নেওয়া যাক তাঁর মুখ থেকেই।
যেহেতু কোভিড পরিস্থিতি এখন কম আছে এবং মানুষও সচেতন আছে তাদেরও অভিনন্দন । যারা কোভিড পরিস্থিতি থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন তাদের জন্যও আমার অনেক অভিনন্দন। এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। তবে এই বিধিনিষেধ যদি সারাজীবন ধরেই চলে তাহলে তো মানুষের জীবনটা অন্ধকার হয়ে উঠবে।জীবন না চললে জীবিকা কিভাবে চলবে। কাজকর্ম না থাকলে কি করে চলবে। সেজন্য অনেক সিদ্ধান্ত নিয়ে আমরা ওয়ার্ক ফ্রম হোম এখন থেকে ৭৫ শতাংশ করে দিয়েছি। একই সঙ্গে সিনেমা হল, যাত্রা, রেস্টুরেন্ট, বার সমস্ত জায়গাতেই এখন উপস্থিতি আগের নিয়ম শিথিল করে ৭৫ শতাংশ করে দিয়েছি।
স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাবে। ৪, ৫ ফেব্রুয়ারি সরস্বতী পুজো আছে। তাই ৩ তারিখ স্কুল খুলে যাওয়ার ফলে ছেলে-মেয়েরা পুজো করতে পারবে।এছাড়াও সমস্ত পলিটেকনিক, ইনস্টিটিউট, বিশ্ববিদ্যালয় কলেজ সব খুলে দেওয়া হচ্ছে।বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সমস্ত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে উপস্থিতি এখন থেকে ৭৫ শতাংশ করা হয়েছে। একই সঙ্গে ক্রীড়া বিষয়ক স্থানেও উপস্থিতি ৭৫ শতাংশ করে দেওয়া হয়েছে। মিটিং, সেমিনার এসবেও ৭৫ শতাংশ উপস্থিতির অনুমতি দেওয়া হয়েছে।
রাতের কার্ফু রাত দশটা থেকে কমিয়ে রাত ১১টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত শিথিল করা হয়েছে।
পার্ক এবং ভ্রমণ ক্ষেত্রে কোভিড বিধি মেনে সেখানে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। এর পর পরবর্তী বিধিনিষেধ আবার ১৬ ফেব্রুয়ারি জারি করা হবে।বলেন মুখ্যমন্ত্রী।
Published on: জানু ৩১, ২০২২ @ ১৯:৫৮